এক্সপ্লোর
Advertisement
রোহিত বিশেষ প্রতিভার অধিকারী, ও টেস্ট ম্যাচে ওপেন করলে খুশি হব, বলছেন রাহানে
নিয়মিত টেস্ট ম্যাচ খেললেও, বেশ কিছুদিন একদিনের ম্যাচ খেলার সুযোগ পাননি রাহানে। এ বিষয়ে তিনি বলেছেন, টেস্ট ছাড়াও আমি একদিনের ম্যাচ খেলা উপভোগ করি। আমি একদিনের দলে ফিরতে চাই।
নয়াদিল্লি: সীমিত ওভারের পর এবার ভারতের টেস্ট দলের হয়েও রোহিত শর্মার ওপেন করাকে স্বাগত জানাচ্ছেন অজিঙ্কা রাহানে। তাঁর মতে, রোহিত বিশেষ প্রতিভার অধিকারী। তাঁকে দলের বাইরে রাখা সহজ নয়।
আজ একটি অনুষ্ঠানে সীমিত ওভারের ফর্ম্যাটে ভারতের সহ-অধিনায়ক রোহিত সম্পর্কে টেস্ট দলের সহ-অধিনায়ক রাহানে বলেন, ‘আমি এখনও জানি না রোহিত ইনিংস ওপেন করবে কি না। তবে ও যদি ওপেন করে, আমি খুশি হব। আমি ওয়েস্ট ইন্ডিজও এই কথাই বলেছিলাম। রোহিতের মতো একজন বিশেষ প্রতিভাধর ক্রিকেটারকে মাঠের বাইরে বসে থাকতে দেখা কঠিন। ও কঠোর পরিশ্রম করেছে। ও যখন সুযোগ পেয়েছে, আশা করি ভাল পারফরম্যান্স দেখাবে।’
নিয়মিত টেস্ট ম্যাচ খেললেও, বেশ কিছুদিন একদিনের ম্যাচ খেলার সুযোগ পাননি রাহানে। এ বিষয়ে তিনি বলেছেন, ‘টেস্ট ছাড়াও আমি একদিনের ম্যাচ খেলা উপভোগ করি। আমি একদিনের দলে ফিরতে চাই। তবে এখন আমি শুধু আসন্ন সিরিজে মন দিচ্ছি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পর দীর্ঘ বিরতি ছিল। আমি বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়ার কথা জানতে পেরে কাউন্টি ক্রিকেট খেলার পরিকল্পনা করি। হ্যাম্পশায়ার আমাকে সেই সুযোগ দেয়।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement