এক্সপ্লোর
Advertisement
দেখুন: সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৭১ বছর আগে ডন ব্র্যাডম্যানের খেলার বিরল রঙিন ফুটেজ
বিশ্ব ক্রিকেটের ব্যাটিং কিংবদন্তী স্যর ডোনাল্ড ব্র্যাডম্যান। বিশ্বের অধিকাংশ তাবড় তাবড় ক্রিকেটার ও বিশেষজ্ঞদের চোখে তিনিই সর্বকালের সেরা ব্যাটসম্যান। ১০০ ছুঁই ছুই তাঁর রানের গড়।
নয়াদিল্লি: বিশ্ব ক্রিকেটের ব্যাটিং কিংবদন্তী স্যর ডোনাল্ড ব্র্যাডম্যান। বিশ্বের অধিকাংশ তাবড় তাবড় ক্রিকেটার ও বিশেষজ্ঞদের চোখে তিনিই সর্বকালের সেরা ব্যাটসম্যান। ১০০ ছুঁই ছুই তাঁর রানের গড়। এতদিন ক্রিকেট অনুরাগী সাদা-কালো ছবিতেই দেখে এসেছেন তাঁকে। এবার ব্র্যাডম্যানে রঙিন ফুটেজ সামনে এল। অস্ট্রেলিয়ার ন্যাশনার ফিল্ম অ্যান্ড সাউন্ড আর্কাইভ (এনএফএসএ)। সেই দৃশ্য দেখা যাচ্ছে এএফএসএ ওয়েবসাইটে। ফুটেজে দেখা গিয়েছে যে, ১৯৪৯-এর ২৬ ফেব্রুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এএফ কিপ্যাক্স ও ডব্লুএ ওল্ডফিল্ডের মধ্যে একটি টেস্টিমোনিয়াল ম্যাচে ব্যাট করতে নামতে দেখা যাচ্ছে ব্র্যাডম্যানকে। ১৬ মিমি-র এই রঙিন ফুটেজ জর্জ হবস নামে এই ব্যক্তি তুলেছিলেন বলে মনে করা হচ্ছে। হবস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ও পরে এবিসি টিভি-র ক্যামেরাপার্সন হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে এনএফএসএ।
৬৬ সেকেন্ডের এই ভিডিওতে কোনও শব্দ নেই। তবে রোদ ঝলমলে শনিবার এসসিজি-তে ৪১ হাজার দর্শকের উচ্ছ্বাস ভিডিও দেখলেই স্পষ্ট হয়। এই গ্রাউন্ডে ব্র্যাডম্যানের এটাই ছিল শেষ ম্যাচ। ব্র্যাডম্যান তাঁর শেষ টেস্ট সিরিজ খেলেছিলেন ইংল্যান্ডে ১৯৪৮-এ। এনএফএসএ জানিয়েছে, ওই সফরের পর ব্র্যাডম্যান তিনটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন। এই ম্যাচগুলি হল-১৯৪৮-এর ডিসেম্বরে তাঁর নিজের টেস্টিমোনিয়াল ম্যাচ (টাই হওয়া এই ম্যাচে ব্র্যাডম্যান প্রথম শ্রেণী ক্রিকেটে তাঁর শেষ শতরান করেছিলেন), এসসিজি-তে ডিসেম্বরে এএফ কিপ্যাক্স ও ডব্লুএ ওল্ডফিল্ডের মধ্যে ম্যাচ এবং অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকার হয়ে শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার বিরুদ্ধে শেষ প্রথম শ্রেণীর ম্যাচ খেলেন তিনি। দীর্ঘ ২০ বছরের কেরিয়ারে ব্র্যাডম্যান অস্ট্রেলিয়ার হয়ে ৫২ টেস্টে মোট ৬,৯৯৬ রান করেছেন। গড় ৯৯.৯৪। তাঁর ঝকঝকে কেরিয়ারে রয়েছে ২৯ শতরান। এছাড়াও অনেক রেকর্ডেরও মালিক পরবর্তীকালে ‘স্যর’ উপাধিপ্রাপ্ত ব্র্যাডম্যান।This is the only known colour footage of #DonBradman playing #cricket, filmed at the AF Kippax and WA Oldfield testimonial match in Sydney, 26 February 1949! It comes from a home movie donated by the son of cameraman George Hobbs. Read more: https://t.co/0K36LLb77l pic.twitter.com/HwFPf2V9hF
— NFSA -National Film and Sound Archive of Australia (@NFSAonline) February 21, 2020
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement