Ishan Kishan's Comeback : 'ক্রিকেটের যে সম্মান প্রাপ্য তা-ই দিয়েছে', ঈশানের কামব্যাক নিয়ে যা বললেন অশ্বিন
Syed Mushtaq Ali Trophy : সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১০ ইনিংস খেলে ৫৭.৪৪ গড়ে ৫১৭ রান তুলেছেন বাঁহাতি ব্যাটার।

ঈশান কিষাণের কামব্যাক। আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার ও উইকেটরক্ষক। এনিয়ে নিজের মতামত দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আর অশ্বিন। তিনি বিশ্বাস করেন, ক্রিকেট এটা একটা উপহার দিল ঈশানকে। এবং তাঁর ভারতীয় দলে ফিরে আসার একমাত্র কারণ, ক্রিকেটের যে সম্মান প্রাপ্য তা তিনি দিয়েছেন। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফি জেতে ঝাড়খণ্ড। যেখানে সর্বাধিক রান সংগ্রহকারী ছিলেন কিষাণ। আর তারপরেই টি২০ বিশ্বকাপ স্কোয়াডে তাঁকে দ্বিতীয় উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে বেছে নেন জাতীয় নির্বাচকরা।
এ প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, "এটা একটা উপহার যেটা ক্রিকেট কিষাণকে দিল। বাইরের অনেকেই ভাববেন এটা কী, কেউ কেউ আবার বলবেন এটা ঠিক হল না। কিন্তু, জীবন বৃত্তাকার। এর আগে ঈশানের দলে না থাকার কারণ এবং এখন যেভাবে ফিরে এলেন, তার একটাই কারণ। ক্রিকেটের যে সম্মান প্রাপ্য তা তিনি দিয়েছেন।" ঝাড়খণ্ডের হয়ে সম্প্রতি ২০২৫-'২৬ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অসাধারণ পারফর্ম করেছেন ঈশান। এই প্রথমবার এই ট্রফি জিতেছে ঝাড়খণ্ড। তাই ২০২৩-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি২০ খেলার পর আবার ফিরে এলেন ঈশান। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১০ ইনিংস খেলে ৫৭.৪৪ গড়ে ৫১৭ রান তুলেছেন বাঁহাতি ব্যাটার। এরমধ্যে ২টি শতরান ও ২টি অর্ধ শতরান রয়েছে। হরিয়ানার বিরুদ্ধে ফাইনালে শতরান করেছেন। স্ট্রাইক রেট ছিল ১৯৭-এর বেশি। এর পাশাপাশি অশ্বিন ঈশানের বুচি বাবু ট্রফি, রঞ্জি ট্রফির প্রস্তুতি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি ও প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকতার কথা উল্লেখ করেন। যার জেরে টি২০ স্কোয়াডে তাঁর এই প্রত্যাবর্তন বলে মনে করছেন অশ্বিন। T20 World Cup Squad
অশ্বিন বলেন, "বুচি বাবু ট্রফিতে খেলেছেন। ঈশান কিষাণের মতো একজন খেলোয়াড় এসেছেন এবং চেন্নাইয়ে আয়োজিত টুর্নামেন্টে ঝাড়খণ্ডের প্রতিনিধিত্ব করেছেন। ঝাড়খণ্ডের রঞ্জি ট্রফির প্রস্তুতিতে উনি এক নম্বর খেলোয়াড় ছিলেন এবং আরও একবার প্রথম শ্রেণির ক্রিকেটে রান করেছেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন। এবং উনি নিজেও ব্যতিক্রমীভাবে ভাল খেলেছেন। তাই এটা ব্যক্তি ঈশান কিষাণের বিষয় নয়। এটা ক্রিকেটার ঈশান কিষাণের বিষয়। যিনি পুরো খেলাটা খেলেছেন, খেলাটাকে সম্মান করেছেন এবং সেইজন্য সাফল্য লাভ করেছেন।" Ishan Kishan






















