IND vs ENG: কুম্বলে, কপিল দেবকে টেক্কা, ১০০ তম টেস্টে মুরলিকে ছুঁয়ে নজির অশ্বিনের
Ravichandran Ashwin Recrod: চলতি টেস্ট সিরিজেই নিজের পাঁচশোতম টেস্ট উইকেট নিয়েছিলেন অশ্বিন। এবার নিজের একশো তম টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন অশ্বিন।
ধর্মশালা: নিজের টেস্ট কেরিয়ারের ১০০ তম ম্য়াচ খেলতে নেমেছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin)। আর সেই ম্য়াচ খেলতে নেমেই এবার নতুন রেকর্ড গড়লেন অভিজ্ঞ ভারতীয় অফস্পিনার। চলতি টেস্ট সিরিজেই নিজের পাঁচশোতম টেস্ট উইকেট নিয়েছিলেন অশ্বিন। এবার নিজের একশো তম টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন অশ্বিন। টেক্কা দিয়ে দিলেন অনিল কুম্বলে (Anil Kumble) ও কপিল দেবকে (Kapil Dev)। ছুঁয়ে ফেললেন কিংবদন্তি শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুত্থাইয়া মুরলিথরণকে (Muttiah Muralitharan)।
ধর্মশালা টেস্টে প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছিলেন অশ্বিন। প্রথম ইনিংসে ৫১ রান খরচ করেছিলেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য একাই পাঁচ উইকেট নিয়ে নেন ১৪ ওভারে ৭৭ রান খরচ করে। ফোকস, হার্টলি, অ্য়ান্ডারসন, উডের উইকেট প্রথম ইনিংস তুলে নিয়েছিলেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ক্রলি, ডাকেট, পোপ, স্টোকস, ফোকস। অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে অশ্বিন নিজের শততম টেস্টে পাঁচ বা তাঁর বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন এক ইনিংসে।
View this post on Instagram
ধর্মশালায় পঞ্চম টেস্টের তৃতীয় দিনে ভারতের ২৫৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ক্রিজে নামতেই অশ্বিনের ঘূর্ণি বোলিংয়ে কার্যত অসহায়ই দেখায় ইংল্যান্ড শিবিরকে। একমাত্র জো রুট কিছুটা ব্য়তিক্রমী ছিলেন। তাছাড়া কােনও প্লেয়ারই আর রান পাননি। রুট একাই ১২৮ বলে ৮৪ রানের ইনিংস খেলেন।
ম্য়াচের প্রথম ইনিংসে ইংল্যান্ডের পাঁচ উইকেট নিয়েছিলেন কুলদীপ যাদব। তিনিই ম্য়াচের সেরার পুরস্কার জেতেন। ম্য়াচের শেষ উইকেট হিসেবে জো রুটও কুলদীপের শিকার হন। তবে কুলদীপ যাদবের ব্যাটিংয়ের প্রশংসা দেখা গেল রোহিত শর্মার গলায়। ভারত অধিনায়ক বলছেন, ''আমরা বরাবর জানতাম যে কুলদীপের মধ্যে ক্ষমতা রয়েছে ম্য়াচ জেতানোর। হাঁটুর চোট সারিয়ে ফেরার পর থেকে বল হাতে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে কুলদীপ। এবার ব্যাট হাতেও নিজের ছাপ রাখছে ও।'' গোটা সিরিজে মোট ৯৭ রান ও ১৯ উইকেট নিয়েছেন কুলদীপ। হিটম্য়ান আরও বলেন, ''ব্যাট হাতে লোয়ার অর্ডার এবার দারুণ পারফর্ম করেছে। কুলদীপের ব্যাটিং দেখতে পাওয়াটা দারুণ মজার। ক্রিজে টিকে থেকে লড়ে গিয়েছে অ্যান্ডারসনের মত বোলারের বিরুদ্ধে।''