আইসিসি র্যাঙ্কিং: টেস্ট বোলারদের তালিকায় তিন নম্বরে নামলেন অশ্বিন
দুবাই: আইসিসি টেস্ট বোলারদের তালিকায় একধাপ পিছিয়ে তিনে নেমে এলেন রবিচন্দ্রণ অশ্বিন।
ভারতীয় অফ-স্পিন বোলারকে টপকে দুই নম্বরে উঠে এসেছেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। সম্প্রতি, কলম্বোয় জিম্বাবোয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টে দুরন্ত পারফর্ম করেছেন হেরাথ। ম্যাচে তিনি ১০ উইকেট দখল করেন। যার জেরেই, সর্বশেষ প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে তিনি দুই নম্বরে উঠে এসেছেন।
তবে, অশ্বিন নামলেও তালিকায় এখনও শীর্ষস্থান দখল করে রেখেছেন আরেক ভারতীয় স্পিনার। তিনি রবীন্দ্র জাডেজা। যিনিও, রঙ্গনার মতোই বাঁ-হাতি স্পিন বোলার। চতুর্থ স্থানে যুগ্মভাবে রয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড এবং ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন।
অন্যদিকে, টেস্ট ব্যাটসম্যানদের তালিকার ওপরদিকে তেমন কোনও রদবদল হয়নি। শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি রয়েছেন যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে।
অল-রাউন্ডারের তালিকায় জাডেজা ও অশ্বিন যথাক্রমে দুই ও তিন নম্বরে রয়েছেন। শীর্ষে বাংলাদেশের শাকিব-আল হাসান।