এক্সপ্লোর
Advertisement
RCB vs CSK Final Score: ব্যাঙ্গালোরকে ৮ উইকেটে হারিয়ে দিল চেন্নাই
পয়েন্ট তালিকায় সাত নম্বরে উঠল চেন্নাই।
দুবাই: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮ উইকেটে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস। আরসিবি অধিনায়ক বিরাট কোহলির অর্ধশতরানকে ম্লান করে দিল চেন্নাইয়ের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ের ৬৫ রানের অপরাজিত ইনিংস। চেন্নাইয়ের এই ব্যাটসম্যানই ম্যাচের সেরা।
আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৪৫ রান করে আরসিবি। অধিনায়ক বিরাট করেন ৫০ রান। এবি ডিভিলিয়ার্স করেন ৩৯ রান। কিন্তু দলের সেরা দুই ব্যাটসম্যানই আজ দ্রুতগতিতে রান তুলতে পারেননি। তার ফলেই বড় স্কোর গড়তে পারেনি আরসিবি।
আজ আরসিবি-র ইনিংসের শুরুটা ভালই হয়। তরুণ বাঁ হাতি ওপেনার দেবদত্ত পাড়িক্কল করেন ২২ রান। অপর ওপেনার অ্যারন ফিঞ্চ ১৫ রান করেন। এরপর জুটি বাঁধেন বিরাট ও এবি। কিন্তু ১৭.৩ ওভারে দলের ১২৮ রানের মাথায় এবি ফিরে যাওয়ার পর আর বেশি রান ওঠেনি। অর্ধশতরান করার পরেই আউট হয়ে যান বিরাট। শেষদিকে ক্রিজে আসা মইন আলি (১), ক্রিস মরিস (২), গুরকিরত সিংহ মান (২ অপরাজিত), ওয়াশিংটন সুন্দররা (৫) দলের রান বাড়াতে পারেননি। চেন্নাইয়ের হয়ে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন স্যাম কারান। জোড়া উইকেট নেন দীপক চাহার। একটি উইকেট নেন মিচেল স্যান্টনার।
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেন সিএসকে-র দুই ওপেনার গায়কোয়াড় ও ফাফ দু প্লেসি (২৫)। এরপর অম্বাতি রায়াডু করেন ৩৯ রান। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ১৯ রানে অপরাজিত থাকেন।
দল ভাল খেলায় এবং জয় পাওয়ায় খুশি ধোনি। খেলা শেষ হওয়ার পর তিনি জানিয়েছেন, ‘আমাদের প্লে-অফে যাওয়ার আর কোনও সুযোগ নেই। তবে আজ আমরা দারুণ খেলেছি। ছেলেরা নিজেদের খেলা উপভোগ করছে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement