এক্সপ্লোর
Advertisement
আজ রাতে ইউরোপ সেরার লড়াই, নজর রোনাল্ডো-গ্রিজম্যানের দিকে
মিলান: একদিকে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অন্যদিকে, ফরাসি সাইক্লোন আঁতোয়া গ্রিজম্যান। শনিবাসরীয় সান সিরোয় ফুটবল গ্রহের দুই নায়কের টক্কর। রোনাল্ডো বনাম গ্রিজম্যান লড়াই-ই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সবচেয়ে বড় বিজ্ঞাপন।
কুরুক্ষেত্র সান সিরো। রিয়াল বনাম অ্যাটলেটিকোর হাই-ভোল্টেজ লড়াই। টক্কর দু দলের ৭ নম্বর জার্সিধারীরও। লা ডেসিমা থেকে লা আনডেসিমা? না কি তৈরি হবে নতুন ইতিহাস? অপেক্ষার প্রহর গুণছে ফুটবল গ্রহ।
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কৌলিন্যের ধারেকাছে নেই অ্যাটলেটিকো। ১০ বার চ্যাম্পিয়ন হয়ে সবচেয়ে বেশিবার খেতাব জয়ের রেকর্ডটা ইতিমধ্যেই পকেটে পুরে ফেলেছে স্প্যানিশ জায়েন্টরা। অন্যদিকে, শহরেরই ক্লাব অ্যাটলেটিকো এখনও চ্যাম্পিয়্ন্স লিগ জিততে পারেনি। শনিবার রাতে দিয়েগো সিমিওনের দল খেলতে নামবে প্রথমবার ইউরোপের সেরা প্রতিযোগিতা জয়ের লক্ষ্যে।
এই মাদ্রিদ ডার্বির আগে জিনেদিন জিদানের দলের সবচেয়ে বড় ভরসা টুর্নামেন্টের সর্বকালের সেরা গোলস্কোরার রোনাল্ডো। ৯৪ টি গোলের সুবাদে ইউরোপের সেরা প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়ে ফেলেছেন সিআরসেভেন। ফাইনালের আগে তাঁর চোট টিম ম্যানেজমেন্টের কপালের ভাঁজ বাড়ালেও এই মরশুমেও দুরন্ত ফর্মে বিশ্বের সর্বকালের অন্যত্বম সেরা এই স্ট্রাইকার। চ্যাম্পিয়ন্স লিগে এই মরশুমে খেলেছেন ১১ টি ম্যাচ। অর্থাৎ মোট ৯৮৯ মিনিট। গোল করেছেন ১৬ টি এবং করিয়েছেন ৪টি গোল।
ক্ষুরধার বুদ্ধি, গতির সঙ্গে অসামান্য ড্রিবলিং রোনাল্ডোর সম্পদ। টুর্নামেন্টের গ্রুপ লিগে তাঁর পায়ে গোলের বন্যা। উলফসবার্গের বিরুদ্ধে সিআরসেভেন-এর হ্যাটট্রিকই শেষ চারে পৌঁছে দিয়েছিল রিয়ালকে।
পর্তুগিজ নক্ষত্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি অ্যাটলেটিকোর নতুন তারকা আঁতোয়া গ্রিজম্যান। এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে তাঁর মোট গোল সংখ্যা ১০। স্বপ্নের ফর্মে রয়েছেন এই মরশুমে। চ্যাম্পিয়ন্স লিগের এই মরশুমে খেলেছেন ১২ টি ম্যাচ। মোট ১০১৫ মিনিট ছিলেন মাঠে। তাঁর পা থেকে এসেছে ৭ টি গোল।
নক-আউট পর্বে গ্রিজম্যানের পায়ের জাদুতেই একের পর এক কঠিন প্রতিপক্ষকে টেক্কা দিয়েছে সিমিওনে ব্রিগেড। শেষ তিন ম্যাচে তিনটি গুরুত্বপূর্ণ গোল। বার্সেলোনা থেকে বায়ার্ন। একাই শেষ করেছেন কঠিন প্রতিপক্ষদের। গ্রিজম্যান বুঝিয়ে দিয়েছেন, তিনি বড় ম্যাচের ফুটবলার। প্রয়োজনের সময় জ্বলে ওঠেন। শনিবার রাতে তাঁর জ্বলে ওঠার দিকেই তাকিয়ে অ্যাটলেটিকো।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement