এক্সপ্লোর
অস্ট্রেলিয়া সফরে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে ভারত, মনে করছেন পন্টিং

নয়াদিল্লি: বল মুভ করলে ভারতীয় ব্যাটসম্যানদের দুর্বলতা সদ্যসমাপ্ত ইংল্যান্ড সফরে প্রকট হয়েছে। অধিনায়ক বিরাট কোহলি ছাড়া ১৭ সদস্যের স্কোয়াডে আর কোনও ব্যাটসম্যান ইংল্যান্ডের মাটিতে ধারাবাহিকতা দেখাতে পারেননি। আর ইংল্যান্ড সফরে এই পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে প্রাক্তন অসি অধিনায়ক রিকি পন্টিং মনে করছেন, অস্ট্রেলিয়ার পরিবেশেও কোহলির দল একই সমস্যার মুখে পড়বে। এক সাক্ষাত্কারে পন্টিং বলেছেন, বল সুই করলে বা সিম হলে অস্ট্রেলিয়াতেও ভারতীয় ব্যাটসম্যানরা ঝামেলায় পড়ে যাবে বলে মনে হচ্ছে। পন্টিং বলেছেন, অধিনায়ক হিসেবে মাঠে ৩০-৪০ শতাংশ পরিস্থিতির নিয়ন্ত্রণ হাতে নেওয়া প্রয়োজন। বাকি কাজটা বন্ধ ঘরে বা ড্রেসিংরুমে বা হোটেলে ফিরে করতে হয়। সেখানে সহ খেলোয়াড়দের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করতে হয়। মাঠে তারা যাতে ভালো পারফর্ম করতে পারে তার উপায় খুঁজে বের করতে হয়। উল্লেখ্য, চার টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। অ্যাডিলেডে ৬ ডিসেম্বর সিরিজ শুরু হবে। ভারত এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ায় কোনও সিরিজ জেতেনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















