এক্সপ্লোর
Advertisement
ধোনির ডেপুটি হিসেবে উপযুক্ত ঋষভ পন্ত, বললেন রিকি পন্টিং
নয়াদিল্লি: আগামী বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে মহেন্দ্র সিংহ ধোনির ডেপুটি হিসেবে ঋষভ পন্তের পক্ষে সওয়াল করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। উল্লেখ্য, মহেন্দ্র সিংহ ধোনির অবসরের পর তাঁর যথার্থ উত্তরসূরী হয়ে উঠবেন ঋষভ, ভারতীয় ক্রিকেট মহলে এমনই প্রত্যাশা।
রিকি পন্টিং বলেছেন, আইপিএলে আমাদের দল ( দিল্লি ক্যাপিটলস)-কে কয়েকটি ম্যাচে জেতাতে পারলেই সবাই সবকিছু ভুলে যাবে। ভারতের বিশ্বকাপ স্কোয়াডে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে আমার কাছে অন্যদের তুলনায় ঋষভকে উপযুক্ত মনে হচ্ছে ।
দিল্লি ক্যাপিটলসের হেড কোচ হিসেবে দিল্লিতে রয়েছেন পন্টিং। তিনি বলেছেন, ঋষভ আইপিএলে বরাবরই ভালো খেলে। আইপিএলে আস্থা বাড়ানোর মতো কয়েকটি ইনিংস খেলে ঋষভ নিজেই নিজের রাস্তা তৈরি করে নেবে।
বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের দল এখনও ঘোষণা হয়নি। পন্টিং বলেছেন, কয়েকটা ভালো ইনিংস পন্তকে ফেভারিট করে তুলতে পারে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ ম্যাচে স্ট্যাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করার পর মোহালিতে ধোনি ধোনি আওয়াজ শুনতে হয় ভারতীয় দলের উইকেটরক্ষক ঋষভকে।
পন্টিং বলেছেন, গত দিনগুলিতে কী হয়েছে, তা ওকে অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করা আমার ও কোচদের কাছে এটা একটা বড় কাজ। শেষ কয়েকটা ম্যাচে এটা ঘটায় ও সম্ভবত ভাগ্যবান। এ ধরনের চাপের মুখে পাঁচ ম্যাচের প্রত্যেকটি খেলা খুবই কঠিন হত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement