এক্সপ্লোর
Advertisement
ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে ঋষভ পন্থেরই কিপিং করা উচিত, মত সুনীল গাওস্করের
ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ব্যাটিং করার সময় মাথায় চোট পাওয়ায় আর ফিল্ডিং করতে নামেননি পন্থ। তাঁর বদলে উইকেটরক্ষক হিসেবে কাজ চালান রাহুল।
নয়াদিল্লি: বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পথেই হাঁটছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন অধিনায়ক সৌরভ যেমন একসময় একদিনের আন্তর্জাতিকে রাহুল দ্রাবিড়কে দিয়ে উইকেটরক্ষকের কাজ চালাতেন, ঠিক তেমনভাবেই এখন সীমিত ওভারের ক্রিকেটে লোকেশ রাহুলকে অস্থায়ী উইকেটরক্ষক হিসেবে ব্যবহার করছেন বিরাট। ঘটনাচক্রে দুই রাহুলই কর্ণাটকের ব্যাটসম্যান। তবে এই ব্যবস্থায় খুশি নন কিংবদন্তী সুনীল গাওস্কর। তাঁর মতে, সীমিত ওভারের ক্রিকেটে ঋষভ পন্থকেই উইকেটরক্ষকের দায়িত্ব দেওয়া উচিত।
ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ব্যাটিং করার সময় মাথায় চোট পাওয়ায় আর ফিল্ডিং করতে নামেননি পন্থ। তাঁর বদলে উইকেটরক্ষক হিসেবে কাজ চালান রাহুল। তিনিই পরের দু’টি ম্যাচেও উইকেটরক্ষক হিসেবেই খেলেন। বিরাট জানিয়েছেন, নিউজিল্যান্ড সফরেও উইকেটরক্ষক হিসেবে রাহুলের কথাই ভাবছে দল।
এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাওস্কর বলেছেন, ‘আমি সীমিত ওভারের ক্রিকেটে ঋষভ পন্থকে খেলানোর পক্ষে। ও ৬ নম্বরে ব্যাটিং করতে নেমে ফিনিশারের কাজ করতে পারে। তাছাড়া ও বাঁ হাতি ব্যাটসম্যান। ভারতীয় দলে পন্থ ছাড়া আর একজনই বাঁ হাতি ব্যাটসম্যান আছে। সে হল শিখর ধবন। টপ অর্ডারে আরও একজন বাঁ হাতি ব্যাটসম্যান থাকলে দলেরই লাভ হবে। তাই আমার মতে, পন্থকেই খেলানো উচিত।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বাংলা
উত্তর ২৪ পরগনা
Advertisement