এক্সপ্লোর
Advertisement
বিশ্বকাপের প্রস্তুতির জন্য আইপিএল আদর্শ প্রতিযোগিতা, বলছেন রোহিত শর্মা
আইপিএল ফাইনালের আগের দিন রোহিত এ বিষয়ে বলেছেন, প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আমরা ঠিক করেছিলাম, খেলা যত এগোবে হার্দিক পাণ্ড্য ও জসপ্রীত বুমরাহর ফিটনেস খতিয়ে দেখব।
হায়দরাবাদ: বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ওয়ার্কলোড নিয়ে যতই আলোচনা হোক না কেন, আইপিএল-কে প্রস্তুতির জন্য আদর্শ প্রতিযোগিতা বলেই মনে করছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।
আইপিএল ফাইনালের আগের দিন রোহিত এ বিষয়ে বলেছেন, ‘প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আমরা ঠিক করেছিলাম, খেলা যত এগোবে হার্দিক পাণ্ড্য ও জসপ্রীত বুমরাহর ফিটনেস খতিয়ে দেখব। এটা অবশ্য ব্যক্তিগত বিষয়। জসপ্রীত এমন একজন ক্রিকেটার যে ছন্দে থাকার জন্য খেলার মধ্যে থাকতে চায়। আমরা ওকে বলেছিলাম, যখনই চাইবে বিশ্রাম নিতে পারে। আমাদের ফিজিওরা সবসময় ওকে পরীক্ষা করেছে। জসপ্রীতও সাড়া দিয়েছে। এখনও পর্যন্ত হার্দিক ও জসপ্রীতের কোনও সমস্যা হয়নি। ওরা খেলতে চায়।’
রোহিত আরও বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, হার্দিক ও জসপ্রীত ভাল ফর্মে আছে। আইপিএল খেলে যারা বড় প্রতিযোগিতায় খেলতে যায়, তারা খেলার মধ্যে থাকে। আইপিএল-এর আগে চোট পেয়েছিল হার্দিক। ও চোটের জন্য ভারতের হয়ে কয়েকটি ম্যাচ খেলতে পারেনি। ফর্মে ফেরার জন্য আইপিএল দারুণ প্রতিযোগিতা। হার্দিকই এর উদাহরণ।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement