Rohit Sharma: টি২০ বিশ্বকাপের ইতিহাসে এখন এই রেকর্ড রোহিতের ঝুলিতে
T20 World Cup : নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে ভারত। দুরন্ত ইনিংস খেলেন রোহিত।
নয়াদিল্লি : ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে বিশাল এক রেকর্ডের অধিকারী হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Indian Skipper Rohit Sharma)। গায়ানায় আয়োজিত বৃষ্টি-বিঘ্নিত সেই ম্যাচে, টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে ভারত। দুরন্ত ইনিংস খেলেন রোহিত। ৩৯ বলে ৫৭ রান করেন তিনি । তিনি ছাড়াও, ব্যাট হাতে ঝলসে ওঠেন সূর্যকুমার যাদব। ৩৬ বলে ৪৭ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। রোহিত এই অর্ধ শতরান করতে ৬টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছিলেন। এর সঙ্গে সঙ্গে টি২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক চার মারার রেকর্ড গড়ে ফেলেন হিটম্য়ান। শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটার মহেলা জয়বর্ধনের রেকর্ড ভেঙে দেন তিনি। টি২০ বিশ্বকাপে এই মুহূর্তে রোহিতের দখলে আছে ৪৩টি ইনিংসে ১১৩টি চার মারার নজির। জয়বর্ধনে ৩১ ইনিংস খেলে মেরেছিলেন ১১১টি চার। এর পাশাপাশি প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে টি২০ বিশ্বকাপের ইতিহাসে ৫০টি ছক্কা হাঁকানোর নজিরও এখন তাঁর ঝুলিতে। সার্বিক পরিসংখ্যান দেখলে, এক্ষেত্রে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ক্রিস গেইলের (৬৩) - এর পরেই।
ইংল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টি-বিঘ্নিত সেমিফাইনাল ম্যাচে প্রয়োজনের মুহূর্তে জ্বলে ওঠেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। তাঁদের দুরন্ত পারফরম্যান্সে ভর করে ১৭১ রান তোলে টিম ইন্ডিয়া। ভারত তখন ৫.২ ওভারে ২ উইকেট খুইয়ে কিছুটা চাপে। এরপর হাল ধরে রোহিত-সূর্যর জুটি। ৭৩ রানের অসাধারণ জুটি ভারতকে ভাল জায়গায় পৌঁছে দেয়। ৩৯ বলে ৫৭ রান করেন ভারত অধিনায়ক রোহিত। অন্যদিকে, ৩৬ বল খেলে ৪৭ রান করেন সূর্যকুমার।বাকি কাজটা একে একে এসে সেরে দেন হার্দিক পাণ্ড্য, আর. জাদেজা ও অক্ষর পটেল। প্রয়োজনীয় সময়ে ২টি ছক্কা হাঁকান হার্দিক। ২৩ রান করেন তিনি। অন্যদিকে, ৯ বল খেলে ১৭ রান তুললেন জাদেজা এবং ৬ বলে ১০ রান তুলে নেন অক্ষর। চ্যালেঞ্জিং পিচে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৭১ রান তোলে ভারত।
আরও পড়ুন ; টি২০ বিশ্বকাপের ফাইনাল দ্বৈরথে ভারত-দক্ষিণ আফ্রিকা, সম্ভাব্য লড়াই কাদের মধ্যে ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।