এক্সপ্লোর
Advertisement
একদিনের ক্রিকেটে সচিন-বীরুকে পিছনে ফেললেন রোহিত-ধবন জুটি
মাউন্ট মাউনগানুই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৩২৪ রান করেছে। ভারতের ইনিংসের ভিত গড়ে দেন দুই ওপেনার রোহিত শর্মা (৮৭) এবং শিখর ধবন (৬৬)। ওপেনিং জুটিতে ১৫৪ রান যোগ হয়। অল্পের জন্যয নিউজিল্যান্ডের মাটিতে প্রথম সেঞ্চুরির সুযোগ হাতছাড়া হল রোহিতের। এরপর বিরাট কোহলি (৪৩), অম্বাতি রায়ডু (৪৭) ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান।শেষের দিকে মহেন্দ্র সিংহ ধোনির ৩৩ বলে অপরাজিত ৪৮ ও কেদার যাদবের ১০ বলে অপরাজিত ২২ রানে ভর করে স্কোরবোর্ডে ৩২৪ রান তোলে ভারত।
এদিনের শতরানের পার্টনারশিপে ভর করে একদিনের ক্রিকেটে সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সহবাগের রেকর্ড ভাঙল রোহিত ও ধবনের জুটি। রোহিত ও ধবনের এটি ছিল ১৪ তম শতরানের পার্টনারশিপ। এক্ষেত্রে তাঁরা সচিন ও সহবাগের ১৩ টি শতরানের পার্টনারশিপকে পিছনে ফেললেন। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে শতরানের পার্টনারশিপের তালিকায় এখন তৃতীয় স্থানে চলে এল রোহিত ও ধবনের জুটি।
রোহিত ধবনের থেকে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সবচেয়ে বেশি শতরানের পার্টনারশিপ করেছেন। রোহিত ও কোহলির মধ্যে এখনও পর্যন্ত ১৫ টি শতরানের পার্টনারশিপ রয়েছে। এই তালিকায় সবার ওপরে সচিন ও ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জুটি। তাঁর দুজনের মধ্যে ২৬ টি শতরানের পার্টনারশিপ হয়েছে।
শুধু ভারতের হয়েই নয়, বিশ্বে সচিন ও সৌরভের মধ্যে শতরানের পার্টনারশিপ সবচেয়ে বেশি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement