(Source: ECI/ABP News/ABP Majha)
Rohit Sharma: টি-২০ বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে, বড় আপডেট দিলেন বোর্ড সচিব
T20 World Cup: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের মাঝে এ ব্যাপারে বড় আপডেট দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah)। জানিয়ে দিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে কার হাতে থাকবে ভারতের নেতৃত্বের ব্যাটন।
রাজকোট: দীর্ঘ ১১ বছর কেটে গিয়েছে। আইসিসি ট্রফি নেই ভারতের ঘরে। গত ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠেও পরাস্ত হতে হয়েছে। তারপর থেকেই জল্পনা ছড়িয়েছিল, সীমিত ওভারের ক্রিকেটে, বিশেষ করে টি-টোয়েন্টি ফর্ম্যাটে নতুন অধিনায়কের অধীনে খেলতে পারে ভারতীয় দল। রোহিত শর্মার (Rohit Sharma) পরিবর্তে হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও জল্পনা ছড়িয়েছিল কোনও কোনও মহলে।
তবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের মাঝে এ ব্যাপারে বড় আপডেট দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah)। জানিয়ে দিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে কার হাতে থাকবে ভারতের নেতৃত্বের ব্যাটন।
জয় শাহ জানালেন, রোহিতের হাতেই থাকবে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব। সেই সঙ্গে ভারতীয় দলের সহ অধিনায়ক কে হবেন, সেটাও জানিয়েছেন বোর্ড সচিব। হার্দিকের হাতেই সম্ভবত থাকবে সহ অধিনায়কের দায়িত্ব। জয় শাহর ঘোষণার পর থেকেই যাবতীয় জল্পনার অবসান হয়েছে।
রাজকোটে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের আগে সাংবাদিকদের জয় শাহ বলেন, 'এখন যা পরিস্থিতি, তাতে রোহিত সব ফর্ম্যাটেই আমাদের অধিনায়ক। এটা সম্মিলিত সিদ্ধান্ত। নির্বাচকেরাও এ ব্যাপারে সহমত।' শাহ যোগ করেছেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক পাণ্ড্য সহ অধিনায়ক থাকবে।'
তবে ওয়ান ডে বিশ্বকাপের সময় চোট ভুগিয়েছে হার্দিককে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে গুরুতর চোট পেয়েছিলেন। তারপর থেকে এখনও মাঠের বাইরে বঢোদরার অলরাউন্ডার। জয় শাহ বলেছেন, 'বিশ্বকাপে চোট পেয়েছিল হার্দিক। যদি ফের চোট পায়, যেমন হয়েছিল গত বিশ্বকাপে, তাহলে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার জন্য কাকে ভরসা করা হবে!' যোগ করেছেন, 'আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচের কথা মনে করুন। আমরা খারাপ জায়গায় ছিলাম। ২৭ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে রোহিতের অবিস্মরণীয় সেঞ্চুরি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ওর দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার জায়গাই নেই। বিশ্বকাপের ফাইনালে হারলেও তার আগে টানা দশ ম্যাচ জিতেছিলাম। এটা খেলার অঙ্গ।'
রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামের নতুন নামকরণ হল নিরঞ্জন শাহ স্টেডিয়াম। সেই উপলক্ষ্যে এক অনুষ্ঠানে জয় শাহ আশ্বাস দিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতই চ্যাম্পিয়ন হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।