এক্সপ্লোর
Advertisement
আইপিএলে আরসিবি-র এই সমর্থক তরুণীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
ক্রিকেট আর বিনোদনের ককটেল আইপিএল। এখানে দুরন্ত পারফর্ম করে ক্রিকেটাররাও যেমন নজর কাড়েন, তেমনি টুর্নামেন্টে অংশ নিয়ে কোনও কোনও দর্শকও রাতারাতি বিখ্যাত হয়ে যান। এমনটাই হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদের একটি ম্যাচে। এক অচেনা তরুণীকে আরসিবি-র ইনিংসে প্রতিটি চার ও ছক্কার মতো প্রবল উচ্ছ্বাসে ভেসে যেতে দেখা গেল।
বেঙ্গালুরু: এবারের আইপিএলে কোন চারটি দল প্লেঅফে খেলবে তা ঠিক হয়ে গিয়েছে। আজ চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স প্রথম কোয়ালিফায়ারে খেলবে। আর এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে এবারের আইপিএলে প্রথম দল হিসেবে কে ফাইনালে যাবে। প্রতিবছরের মতোই এবারও আইপিএলে দর্শকদের উদ্দীপনা ছিল তুঙ্গে। যত সময় এগোচ্ছে, আইপিএলের প্রতি অনুরাগীদের আগ্রহ সমানতালে বাড়ছে।
ক্রিকেট আর বিনোদনের ককটেল আইপিএল। এখানে দুরন্ত পারফর্ম করে ক্রিকেটাররাও যেমন নজর কাড়েন, তেমনি টুর্নামেন্টে অংশ নিয়ে কোনও কোনও দর্শকও রাতারাতি বিখ্যাত হয়ে যান। এমনটাই হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদের একটি ম্যাচে। এক অচেনা তরুণীকে আরসিবি-র ইনিংসে প্রতিটি চার ও ছক্কার মতো প্রবল উচ্ছ্বাসে ভেসে যেতে দেখা গেল।
আরসিবি-র ফ্যান এই তরুণীর নাম দীপিকা ঘোষ। গত ৪ মে আরসিবি-র হয়ে গলা ফাটাতে তিনি মাঠে গিয়েছিলেন। তাঁর উচ্ছ্বাস প্রকাশের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এরপর তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। সেই সংখ্যা পৌঁছে গিয়েছে ২ লক্ষ ৬৯ হাজারে।View this post on Instagram
বলিউড তারকাদের সঙ্গে দীপিকার ছবি দেখা গিয়েছে। শাহরুখ খান, আলিয়া ভট্ট থেকে শুরু করে অর্জুন কপূরের সঙ্গেও তাঁর ছবি রয়েছে। ইনস্টাতে তাঁর ফলোয়ারদের মধ্যে রয়েছে প্রাচী দেশাই ও নিধি অগ্রবাল।
View this post on Instagram#getawayswiththiscutie #loveher #nomakeupnofilter @aliaabhatt ????
View this post on Instagram
View this post on Instagram
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement