Dil Chahta Hain: গোয়ায় সচিন-যুবি-কুম্বলে, দিল চাহতা হ্যায় স্মৃতি উস্কে দিলেন মাস্টার ব্লাস্টার নিজেই
Sachin, Yuvraj And Anil Kumble: গোয়ায় 'দিল চাহতা হ্যায়' মুহূর্ত। ক্যাপশন লিখে অনুরাগীদের মন জিতে নিয়েছেন সচিন তেন্ডুলকর।

গোয়া: ছুটির মেজাজে তিন মূর্তি। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), যুবরাজ সিংহ (Yuvraj Singh) ও অনিল কুম্বলে (Anil Kumble)। ভারতীয় ক্রিকেটের তিন কিংবদন্তি। আপাতত গোয়ায় রয়েছেন। এবং সেখানে দিল চাহতা হ্যায়-এর স্মৃতিতে ভাসলেন তাঁরা।
গোয়ায় 'দিল চাহতা হ্যায়' মুহূর্ত। ক্যাপশন লিখে অনুরাগীদের মন জিতে নিয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন সচিন। সেই ছবিতে দেখা যাচ্ছে অনিল কুম্বলে ও যুবরাজ সিংহকে। সেই ছবির নিচেই এমন ক্যাপশন লেখেন সচিন।
ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেন মাস্টার ব্লাস্টার। সেখানেই আমির খানের ছবির নাম উল্লেখ করেন সচিন। আমির খানের সঙ্গে ছবিতে অভিনয় করেছিলেন সেফ আলি খান ও অক্ষয় খন্না। অনুরাগীদের কাছে সচিন জানতে চান, ছবির চরিত্র আকাশ, সমীর ও সিড তাঁদের মধ্যে কে কে!
মার্চেই শুরু হচ্ছে আইপিএল। কুম্বলে আইপিএলে পঞ্জাব কিংস দলের দায়িত্বে আছেন। সচিন মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর। তবে যুবরাজ এই মুহূর্তে সরাসরি আইপিএলের সঙ্গে যুক্ত নন। আপাতত ছুটির মেজাজে তারকা ত্রয়ী।
View this post on Instagram
ওয়ার্নকে স্মরণ
আজ থেকে বছর খানেক আগেই অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন (Shane Warne) পরলোক গমন করেন। তাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হঠাৎ করেই ৪ মার্চ, ২০২২ সালে সম্ভাব্য হার্ট অ্যাটাকে মারা যান ওয়ার্ন। সেই ঘটনার এক বছর পার হয়েছে। ওয়ার্নের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানালেন তাঁর দীর্ঘদিনের প্রতিপক্ষ তথা বন্ধু সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।
ওয়ার্নের মৃত্যুবার্ষিকীতে নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'মাঠের মধ্যে আমাদের বেশ স্মরণীয় কিছু লড়াই রয়েছে এবং মাঠের বাইরেও আমরা অনেক মিষ্টিমধুর সময় কাটিয়েছি। শুধু একজন মহান ক্রিকেটারই নয়, তোমাকে বন্ধু হিসাবেও আমি খুব মিস করি। আমি নিশ্চিত তুমি স্বর্গকে নিজের বুদ্ধিমত্তা ও উজ্জ্বল উপস্থিতির মাধ্যমে আরও আকর্ষণীয় করে তুলেছ, ওয়ার্নি।'
আরও পড়ুন: Suvendu Adhikari: ১০০ দিনের কাজে জবকার্ড দুর্নীতির অভিযোগ,কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি শুভেন্দুর






















