Saina Nehwal : 'একে অপরের জন্য...', স্বামী কাশ্যপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা সাইনার; লিখলেন...
Badminton World: ২০১৮ সালে চার হাত এক হয়েছিল সাইনা ও কাশ্যপের। উভয়েই হায়দ্রাবাদে পুল্লেলা গোপীচাঁদের অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতেন।

হায়দরাবাদ : স্বামী পারুপল্লি কাশ্যপের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেল সাইনা নেহওয়ালের। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে দেশের হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন ব্যাডমিন্টন তারকা সাইনা। এহেন তারকা ক্রীড়াবিদ সমাজ মাধ্যমে স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার কথা জানালেন একটি পোস্টে।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, "জীবন কখনো কখনো আমাদের ভিন্ন দিকে নিয়ে যায়। অনেক চিন্তাভাবনা ও বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পর, কাশ্যপ পারুপল্লি ও আমি আমাদের পথ আলাদা করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আমাদের নিজেদের জন্য শান্তি, উন্নতি ও সুস্থতা বেছে নিচ্ছি। স্মৃতিগুলোর জন্য আমি কৃতজ্ঞ এবং আগামীর জন্য শুভকামনা জানাই। এই সময়ে আমাদের ব্যক্তিগত দিকটা বোঝার ও সম্মানের জন্য আপনাদের ধন্যবাদ জানাই।" যদিও তাঁর তরফ থেকে সম্পর্ক ছিন্ন হওয়া প্রসঙ্গে কিছুই জানাননি কাশ্যপ।
২০১৮ সালে চার হাত এক হয়েছিল সাইনা ও কাশ্যপের। উভয়েই হায়দ্রাবাদে পুল্লেলা গোপীচাঁদের অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতেন। ব্যাডমিন্টন কোর্ট থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত। ব্যাডমিন্টনের প্রতি ভালোবাসা তাঁদের একে অপরের প্রতি ভালোলাগার রাস্তা তৈরি করে দেয়। বিয়ের আগে এক দশকের বেশি সময় ধরে তাঁরা প্রেম করেছিলেন। ২০১৮ সালের ১৪ ডিসেম্বর তাঁরা বিয়ে করেন। একজন সহকর্মী খেলোয়াড় থেকে সাইনার কোচে কাশ্যপের রূপান্তর তাঁদের একে অপরের প্রতি গভীর আস্থা এবং পারস্পরিক শ্রদ্ধার প্রতীক, যা তাঁদের পার্টনারশিপকে ক্রীড়া জগতে এক অনন্য করে তোলে।
অলিম্পিক্সে ব্রোঞ্জ জয় ও একের পর এক ভালো পারফরম্যান্সের জন্য একসময় খবরের শিরোনামে উঠে আসেন সাইনা। ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে সোনার পদক জিতে নিজের জায়গা শক্ত করে নিয়েছিলেন কাশ্যপও। কারনাম মাল্লেশ্বরীর পর দেশের দ্বিতীয় মহিলা হিসাবে অলিম্পিক্সে পদক জিতেছিলেন সাইনা। শুধু তা-ই নয়, ২০১৫ সালে উইমেন্স সিঙ্গলে বিশ্বের ১ নম্বরেও উঠে আসেন তিনি। যা ভারতীয় মহিলা হিসাবে প্রথম। ২০২৪ সালে সাইনা জানান, তাঁর আর্থারাইটিসের সমস্যা দেখা দিয়েছে। ব্যাডমিন্টন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথাও বলেন।
শ্যুটিং দুনিয়ার অন্যতম প্রখ্যাত নাম গগন নারাংয়ের পডকাস্ট 'House of Glory'-তে সাইনা বলেন, "হাঁটু ভালো নেই। আমার আর্থারাইটিস আছে। আমার তরুণাস্থি খারাপ অবস্থায় চলে গেছে। আট-নয় ঘণ্টা ধরে ধাক্কা দেওয়া খুব কঠিন। এরকম একটা পরিস্থিতিতে কীভাবে বিশ্বের সেরা খেলোয়াড়দের চ্যালেঞ্জ জানানো সম্ভব ? আমার মনে হয়, এটা এবার আমাকে মেনে নিতে হবে। কারণ, সর্বোচ্চ মানের খেলোয়াড়দের বিরুদ্ধে খেলা এবং প্রত্যাশিত ফলের জন্য দুই ঘণ্টার প্রশিক্ষণ যথেষ্ট নয়।"






















