Saina Nehwal: হাঁটুর চোটে জেরবার, এবার পেশাদার ব্যাডমিন্টন থেকে পাকাপাকি সরে দাঁড়ালেন সাইনা
Saina Nehwal Updates: হাঁটুর চোটের জন্য গত কয়েক বছর ধরে টানা ভুগতে হচ্ছে একসময়ের বিশ্বের ১ নম্বর ব্যাডমিন্টন তারকাকে। শেষ পর্যন্ত আর পারলেন না।

নয়াদিল্লি: প্রায় ২ বছর আগে শেষবার কোনও পেশাদার টুর্নামেন্টে খেলেছিলেন। ২০২৩ সালে সিঙ্গাপুরে একটি টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন। এরপর থেকে আর দেখা যায়নি সাইনা নেহওয়ালকে। হাঁটুর চোটের জন্য গত কয়েক বছর ধরে টানা ভুগতে হচ্ছে একসময়ের বিশ্বের ১ নম্বর ব্যাডমিন্টন তারকাকে। শেষ পর্যন্ত আর পারলেন না। নিজের সোশ্যাল মিডিয়ায় অবসরের কথা ঘোষণা করলেন সাইনা।
৩৫ বছরের তারকা শাটলার জানিয়েছেন, ''আমি গত ২ বছর ধরে কোনও ম্য়াচে খেলছি না। ২০২৩ সালে শেষবার খেলেছিলাম। আমি নিজের শর্তেই এই খেলায় এসেছিলাম। তাই চাইনি আলাদা করে অবসরের কথা ঘোষণা করতে। কিন্তু সত্যি বলতে আমি আর টানতে পারছিলাম না।''
২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী সাইনা আরও বলেন, ''হাঁটুর চোট আমার কেরিয়ারকে শেষ করে দিয়েছিল। আমার কার্টিলেজ একেবারে ক্ষতিগ্রস্থ হয়ে গিয়েছিল। আমার আর্থারাইটিসের সমস্যা আছে। যা আমার বাবা-মা কে জানানোর ছিল। আমার কোচকেও জানানোর ছিল। তাই শেষ পর্যন্ত এই কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেললাম।''
সাইনা আরও বলেন, ''আমি খেলাটা টেনে নিয়ে যেতে পারছিলাম না আর। হাঁটুর চোটই আমার কেরিয়ারে কাল হয়েছে।''
২০১০ সালে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন সাইনা। এরপর ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন এই তারকা শাটলার। অলিম্পিক্সের মঞ্চে প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসেবে পদক জেতার নজির গড়েছিলেন সাইনা। কিন্তু ২০১৬ সালের পরই সাইনার কেরিয়ারে অঘটন ঘটে। হাঁটুর চোটের জন্য সমস্য়া শুরু হয়।
সাইনা ও পারুপল্লি ফের কাছাকাছি?
নিজেরাই সম্পর্ক শেষ হওয়ার কথা ঘোষণা করেছিলেন একটা সময়ে সোশ্য়াল মিডিয়ায়। কিন্তু এরপরই সাইনা নেহওয়াল তাঁর সোশ্য়াল মিডিয়ায় স্বামী কাশ্যপের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন। মনোরম পরিবেশে পাহাড় ও সমুদ্রের ব্যাকড্রপে দুইজনকে একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে দেখা যাচ্ছে। ছবিটির ক্যাপশনে সাইনা স্পষ্ট ইঙ্গিত দেন যে তাঁরা আবারও নিজেদের বৈবাহিক সম্পর্ক ঠিক করার চেষ্টা করছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'অনেক সময় দূরত্বই কারুর উপস্থিতি কতটা জরুরি, তা বুঝিয়ে দেয়। এই যে আমরা, আবারও (সম্পর্ক ঠিক করার) চেষ্টা করছি।'
উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ ডিসেম্বর সাইনা নেহওয়াল ও পারুপল্লি কাশ্যপ দুজনে বিয়ে করেন। একসময়ের সতীর্থ থেকে জীবনসঙ্গী হিসেবে পথ চলা শুরু হয় দুজনের। কিন্তু গত বছরের ১৩ জুলাই প্রথমে দুজনে আলাদা হওয়ার কথা জানিয়েছিলেন।






















