Sanjana Ganesan: ভারত বেকায়দায়, আর ঘুরে বেড়াচ্ছেন! বিদ্রুপের যোগ্য জবাব দিলেন সঞ্জনা
Asia Cup: সমালোচকদের যোগ্য জবাব দিলেন সঞ্জনা। কোনও রাখঢাক নয়, সোশ্যাল মিডিয়ায় অকারণ বিদ্রুপকারীদের অযথা প্রশ্রয় দেওয়ার পাত্রী নন তিনি, বুঝিয়ে দিলেন সঞ্জনা।
মুম্বই: তিনি ভারতের সেরা পেসার। চোটের জন্য এশিয়া কাপে খেলছেন না। সোমবার সেই যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) সঙ্গে বেড়ানোর একটি পুরনো ছবি শেয়ার করেন স্ত্রী সঞ্জনা গণেশন। আর তাতেই বিপত্তি। ট্রোলিংয়ের শিকার হন তাঁরা। বলাবলি শুরু হয়ে যায়, এশিয়া কাপে ভারত বেকায়দায়, আর তাঁরা ঘুরে বেড়াচ্ছেন!
তবে সমালোচকদের যোগ্য জবাব দিলেন সঞ্জনা। কোনও রাখঢাক নয়, সোশ্যাল মিডিয়ায় অকারণ বিদ্রুপকারীদের অযথা প্রশ্রয় দেওয়ার পাত্রী নন তিনি, বুঝিয়ে দিলেন সঞ্জনা।
চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন বুমরা। তিনি আপাতত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পুরোদস্তুর ফিট হয়ে ওঠার চেষ্টায় রয়েছেন। যদিও এশিয়া কাপে বুমরার অভাব টের পাচ্ছে ভারত।
সঞ্জনা সোশ্যাল মিডিয়ায় বুমরার সঙ্গে নিজের একটি পুরনো ছবি পোস্ট করেন, যা অনুরাগীদের নজর কাড়ে। তবে কেউ কেউ ছবিটি নিয়ে অকারণ ট্রোল করার চেষ্টা করেন বুমরা ও সঞ্জনাকে। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের কাছে ভারতের হারের পর এক নেটিজেন খারাপ ভাষায় আক্রমণ করেন বুমরা ও তাঁর স্ত্রীকে। তাঁর দাবি, ভারত ওদিকে বেকায়দায়, আর বুমরাহ এদিকে ঘুরে বেড়াচ্ছেন।
এমন ট্রোলের কড়া ভাষায় জবাব দেন সঞ্জনা। তিনি লেখেন, ‘এটা পুরনো ছবি দেখতে পাচ্ছেন না? চোমু আদমি।’
বিতর্কে অর্শদীপ
একটা ক্যাচ মিস, আর তাতেই এই মুহূর্তে গোটা দেশের কাছে যেন খলনায়ক হয়ে গিয়েছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে গতকাল খেলতে নেমে আঠারোতম ওভারে আসিফ আলির ক্যাচ ফেলে দেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। কোথাও যেন সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। তিনি যখন ক্যাচ মিস করেছিলেন, তখন আসিফ শূন্য রানে ছিলেন। সেই আসিফ ৮ বলে ১৬ রান করে যান। ইনিংসের শেষ ওভারে আসিফের উইকেট নিজেই তুলে নিয়েছিলেন অর্শদীপ। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ৫ উইকেটে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় পাকিস্তান।
ম্যাচের পর থেকেই বিদ্রুপের শিকার হন তরুণ পেসার অর্শদীপ। তাঁর সঙ্গে খলিস্তানিদের যোগ রয়েছে বলে কটাক্ষ করা হয় তাঁকে। কেউ কেউ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট-সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মঞ্চে তাঁকে কটূক্তি করেন। তরুণ সিমারের বিরুদ্ধে খলিস্তানি যোগের অভিযোগ তুলে নিজেদের হতাশার বহিঃপ্রকাশ ঘটান তাঁরা।
এরই মাঝে উইকিপিডিয়াতে একটি প্রবন্ধে লেখা হয় যে, অর্শদীপ নিজেকে খলিস্তানি বলে দাবি করেছেন। পরে অবশ্য সেই পোস্ট মুছে দেওয়া হয়। এর নেপথ্যে অল্ট নিউজের প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরের হাত রয়েছে বলে তোপ দেগেছেন বিজেপি নেতা এম এস শীর্ষা। হিংসা ছড়াচ্ছেন জুবের, এই মর্মে পুলিশে অভিযোগও দায়ের করেছেন শীর্ষা। বিজেপি নেতা জানিয়েছেন, শিখদের হেনস্থা করার জন্যই ভুয়ো অ্যাকাউন্ট থেকে ট্যুইট করা হচ্ছে।
আরও পড়ুন: কোহলির ছন্দে ফেরার প্রার্থনা করেছে গোটা পাকিস্তান, বলছেন 'মারো মুঝে মারো' খ্যাত মোমিন