এক্সপ্লোর
Advertisement
২৩ তম জন্মদিন পালন করলেন সারা তেন্ডুলকর, মেয়ের নাম ক্রিকেটের এক টুর্নামেন্ট অনুসারে রেখেছিলেন সচিন
২৩ বছরে পা দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটিং নক্ষত্র সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর। নিজের ২৩ তম জন্মদিনে হাসিখুশি মেজাজে নিজের দারুণ একটা ছবি শেয়ার করেছেন তিনি। জন্মদিনে তাঁর প্রিয় কালো রঙের পোশাকে দেখা গিয়েছে সারাকে। মুম্বইয়ে জন্ম হয়েছিল সারার।
মুম্বই: ২৩ বছরে পা দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটিং নক্ষত্র সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর। নিজের ২৩ তম জন্মদিনে হাসিখুশি মেজাজে নিজের দারুণ একটা ছবি শেয়ার করেছেন তিনি। জন্মদিনে তাঁর প্রিয় কালো রঙের পোশাকে দেখা গিয়েছে সারাকে। মুম্বইয়ে জন্ম হয়েছিল সারার। তিনি ইতিমধ্যেই ইউনিভার্সিটি কলেজ, লন্ডন থেকে মেডিসিনে স্নাতক হয়েছেন। সারা এমনিতেই তাঁর নজরকাড়া স্টাইলের জন্য পরিচিত।
১৯৯৬-এ বিশ্বকাপে হারের পর বিসিসিআই সচিনকে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিল। অধিনায়ক হিসেবে তিনি প্রথম সাহারা টুর্নামেন্ট জিতেছিলেন। ওই বছরই মেয়ের জন্ম হয়েছিল। আর সাহারা কাপ টুর্নামেন্ট থেকেই সচিন মেয়ের নাম রেখেছিলেন সারা।
একইসঙ্গে সারার জন্মের সঙ্গে আরও একটি মজাদার কাহিনী জুড়ে রয়েছে। ১৯৯০-এ সচিন মাত্র ১৭ বছর বয়সে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে তাঁর প্রথম শতরান করেছিলেন। পুরস্কার হিসেবে শ্যাম্পেনের বোতল পেয়েছিলেন। ওই সময় সচিনের বয়স ১৮-র কম হওয়ায় শ্যাম্পেনের ওই বোতল তিনি খোলেননি। এর আট বছর পর সারার জন্ম হয়। ওই দিন সেই শ্যাম্পেনের বোতল খুলেছিলেন সচিন।
সারা সিনেমা সম্পর্কে খুবই আগ্রহী। রণবীর সিংহ সারার প্রিয় বলিউড তারকা। ‘বাজীরাও মস্তানি’ তাঁর সবচেয়ে পছন্দের সিনেমা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement