Badminton Asian Championships: ৫৮ বছর পর এশীয় ব্যাডমিন্টনে সোনা ভারতের, ইতিহাস চিরাগ-সাত্ত্বিকের
Badminton News: এশীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ১৯৬৫ সালে সিঙ্গলসে সোনা জিতেছিলেন দীনেশ খন্না। তার ৫৮ বছর পর ফের এশীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে সোনা জিতল ভারত।

দুবাই: ব্যাডমিন্টনে ইতিহাস গড়লেন চিরাগ শেট্টি (Chirag Shetty) ও সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy)। ব্যাডমিন্টন এশীয় চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন। ১৬-২১, ২১-১৭ ও ২১-১৯ গেমে তাঁরা হারিয়ে দিলেন মালয়েশিয়ার ওং ইয়ু সিন ও তিও এ য়ি-কে।
এশীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ১৯৬৫ সালে সিঙ্গলসে সোনা জিতেছিলেন দীনেশ খন্না। তার ৫৮ বছর পর ফের এশীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে সোনা জিতল ভারত।
২০২২ সালে এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছিলেন সাত্ত্বিক ও চিরাগ। এ দিনের ফাইনালে প্রথম গেমেই হেরে গিয়েছিলেন। মালয়েশিয়ার ওং ইয়ু সিন ও তিও এ য়ি-র বিরুদ্ধে তাঁরা প্রথম গেমে হারেন ১৬-২১ ব্যবধানে। সেখান থেকে হাড্ডহাড্ডি লড়াই করে তাঁরা পরের দুই গেম ও ম্যাচ জিতে নেন ১৬-২১, ২১-১৭, ২১-১৯ ফলে। জয়ের পরে উচ্ছ্বসিত সাত্ত্বিক বলেছেন, 'বিশ্বাসই করতে পারছিলাম না প্রথমে যে, আমরাই নতুন এশীয় চ্যাম্পিয়ন। দেশকে আরও সাফল্য এনে দিতে চাই।'
View this post on Instagram
এর আগে পুরুষদের ডাবলসে এশিয়া চ্যাম্পিয়নশিপে ভারতীয় খেলোয়াড়দের সেরা ফল ছিল ১৯৭১ সালে দীপু ঘোষ এবং রামন ঘোষের ব্রোঞ্জ পদক জয়। এ ছাড়া ১৯৬২ থেকে এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে মোট ১৭টি ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। কিন্তু এত দিন দ্বিতীয় সোনা আসেনি। সেই অভাব পূরণ করল তারকা ভারতীয় ডাবলস জুটি।
ভারতীয় ব্যাডমিন্টন সংস্থার সভাপতি ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তাঁদের ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন।
View this post on Instagram
দুই শাটলারকে অভিনন্দন জানিয়েছেন অলিম্পিক্সে ভারতের হয়ে প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনাজয়ী তারকা অভিনব বিন্দ্রা। চ্যাম্পিয়ন শ্যুটার ট্যুইট করেছেন, 'অভিনন্দন চিরাগ ও সাত্ত্বিক। এশীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অবিশ্বাস্য সাফল্য। তোমাদের পরিশ্রম ও নিষ্ঠা পুরস্কৃত হল। গোটা দেশকে তোমরা গর্বিত করেছো। অসাধারণ খেলা চালিয়ে যাও'।
Congratulations Chirag and Satwik on your incredible win at the Asian Badminton Championships! Your hard work and dedication have paid off, and you have made India proud. Keep up the fantastic performances! #AsianBadmintonChampionship #ChiragSatwik #IndiaProud 🇮🇳🏸🥇
— Abhinav A. Bindra OLY (@Abhinav_Bindra) April 30, 2023
আরও পড়ুন: রেকর্ড রান তাড়া করে ওয়াংখেড়েতে মুম্বইয়ের জয়, ধোনিদের হার, আইপিএলের সেরা খবরের একঝলক
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
