এক্সপ্লোর
Advertisement
সুযোগ পেলেই পরামর্শ নিই, ধোনি-যুবি-নেহরাদের প্রশংসায় পঞ্চমুখ কোহলি
বেঙ্গালুরু: গতকাল চিন্নাস্বামীতে ইংল্যান্ডকে তৃতীয় ম্যাচে ৭৫ রানে হারিয়ে টি-২০ সিরিজ ২-১ জিতে নিয়েছে বিরাট কোহলির ভারত। এর আগে স্টেস্ট সিরিজ ও একদিনের সিরিজেও ইংল্যান্ডকে বিধ্বস্ত করছে টিম ইন্ডিয়া। কোহলির নেতৃত্বে তিন ফর্ম্যাটেই এই প্রথম সিরিজ জিতল ভারত। প্রথম ম্যাচে হেরে গিয়েও টি-২০ সিরিজ জিতল ভারত। স্বাভাবিকভাবই উচ্ছ্বসিত কোহলি। তিনি বলেছেন, এটা একটা স্মরণীয় মুহূর্ত। আগামী দিনে দেশের ক্রিকেট এগিয়ে যাওয়ার জন্য এই সিরিজ থেকে অনেক রসদ পেল।
গতকাল ম্যাচ জয়ের পর কোহলি বলেছেন, এটা আমাদের কাছে স্মরণীয় সিরিজ জয়। গত মাস দুয়েক সময় দারুন গিয়েছে। পুরো সিরিজটাই অসাধারণ হল।
এই সিরিজ জয়ের জন্য পূর্বসুরী মহেন্দ্র সিংহ ধোনিকেও কৃতিত্ব দিতে ভোলেননি কোহলি। সেই সঙ্গে যুবরাজ সিংহ ও আশিষ নেহরার মতো সিনিয়রদের ভূমিকার কথাও উল্লেখ করেছেন কোহলি।
তিনি বলেছেন, উইকেটের পিছনে এম এস ধোনি থাকা মানে একটা আলাদা ব্যাপার। সেই সঙ্গে আশু ভাই (নেহরা) এবং যুবি পা( যুররাজ)-র মতো অভিজ্ঞদের দলে থাকাটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি সীমিত ওভারের ক্রিকেটে সবে অধিনায়কত্ব শুরু করেছি। ওঁরা তো আমার অনেক আগে থেকে খেলছেন। আমি সুযোগ হলেই তাঁদের পরামর্শ নিই। তাঁরা আসলে দুর্দান্ত বুদ্ধিমান। তাই এই সিরিজ জয়ের পিছনে তাঁদের প্রচুর অবদান রয়েছে।
উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের আগে ধোনি আচমকাই ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ান। ধোনি গতকালের ম্যাচে ৫৬ রানের ইনিংস খেলেছেন। টি-২০ তে এটাই তাঁর প্রথম হাফসেঞ্চুরি। ম্যাচেরপর মাহির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অধিনায়ক। তিনি বলেছেন, আমি ব্যাটিং অর্ডারের শুরুর দিকে ধোনিকে পাঠাতে চেয়েছিলাম। কিন্তু ধোনিই বললেন যে, তিনি পরে নামলে দলের ভারসাম্য বেশি থাকবে। আর বড় ম্যাচ, এমনকি একদিনের সিরিজেও সিরিজ নির্ধারক ম্যাচে অসাধারণ ইনিংস খেলে দলের জয় এনে দিয়েছিলেন। এদিনও তাই-ই করলেন।
গতকালের ম্যাচে ছয় উইকেট নেন যুজবেন্দ্র চাহল। একটি উইকেট পেলেও ইংল্যান্ডের ওপর প্রবল চাপ তৈরি করেন অমিত মিশ্র। এই দুই স্পিনারের দরাজ প্রশংসা ঝরে পড়েছে কোহলির গলায়। তিনি বলেছেন, শুরুটা মিশি (অমিত) করেছিল, আর তারপর দুই ওভারে পাঁচটা উইকেট তুলে নিল চাহল।
কোহলি বলেছেন, মিশ্রর দুটি ওভার আর জর্ডনের ওভারে যুবির ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। যুবির ওই ব্যাটিংয়ের পর দলের ২০০-র বেশি রান তোলাটা নিশ্চিত করে দেয়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement