Shah Rukh Khan: তুঙ্গে প্রস্তুতি, রাত পোহালেই ইডেনে আইপিএলের সূচনা! আগের সন্ধেতেই কলকাতায় হাজির শাহরুখ
IPL 2025: শনিবার ইডেনে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন শাহরুখ। তার আগে, শুক্রবার রাতেই কলকাতা বিমানবন্দরে নামলেন তিনি।

কলকাতা: রাত পোহালেই ইডেন গার্ডেন্সে মহারণ। শুধু মহারণ বললেও কম বলা হয়, চোখধাঁধানো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শহর কলকাতার বুকে। হবে নাই বা কেন.. গতবছর যখন বিজয়ীর খেতাব জয় করে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, তখন থেকেই কলকাতার মানুষ দিন গুনছেন। কলকাতায় আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সাজো সাজো রব। ইতিমধ্যেই শহরে এসে গিয়েছেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) ও দিশা পাটানি (Disha Patani)। আর সন্ধে নামতেই, শহরে পা রাখলেন তিনি। কিং খান। শাহরুখ খান (Shah Rukh Khan)।
শনিবার ইডেনে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন শাহরুখ। তার আগে, শুক্রবার রাতেই কলকাতা বিমানবন্দরে নামলেন শাহরুখ। তাঁকে ঘিরে কড়া নিরাপত্তার বলয়। অনুরাগীদের ভিড় ছিল যথারীতি বিমানবন্দরের বাইরে। অনুরাগীদের দিকে হাত নাড়তে নাড়তেই বেরিয়ে যান শাহরুখ। শুক্রবার রাতে তাঁর অনুষ্ঠানের মহড়া দেওয়ার কথা ছিল। কিন্তু জানা যাচ্ছে, এখনও পর্যন্ত মহড়া দিতে পৌঁছননি তিনি। অন্যদিকে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে নাইট শিবির ও আরসিবি ও। আজ ইডেনে প্র্যাকটিস করেন বিরাট কোহলিরা।
গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দশ বছর পর ট্রফি এসেছিল নাইট শিবিরে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখ খান, জুহি চাওলার দল। আইপিএলের নিয়ম হল, যে দল চ্যাম্পিয়ন হয়, পরের বার টুর্নামেন্টের উদ্বোধন ও ফাইনাল হয় সেই দলেরই শহরে। সেই নিয়ম মেনেই এবারের আইপিএলের উদ্বোধন ও ফাইনাল ম্যাচ হবে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে।
২২ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন শ্রেয়া ঘোষাল। জাদু হ্যায় নশা হ্যায়... থেকে শুরু করে শুন রহা হ্যায় তু... বলিউডকে একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন শ্রেয়া। তাঁর জনপ্রিয়তা গগনচুম্বী। তাঁর কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছেন আপামর শ্রোতারা। সেই শ্রেয়াকেই এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে মঞ্চে। গান পরিবেশন করবেন তিনি। সঙ্গে থাকবে দিশা পাটানির পারফরম্যান্স। নাচে মঞ্চ মাতাবেন দিশা। তাঁর সঙ্গে ক্রিকেটের একটা যোগও রয়েছে। কীরকম? মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক - ধোনি: দ্য আনটোল্ড স্টোরিতে ক্যাপ্টেন কুলের প্রথম প্রেমিকার ভূমিকায় দেখা গিয়েছিল দিশাকে।
শনিবার সাড়ে সাতটায় শুরু হবে কেকেআর বনাম আরসিবি ম্যাচ। তার আগে, সন্ধ্যা ৬টা থেকে হবে উদ্বোধনী অনুষ্ঠান। সেখানেই পারফর্ম করবেন শ্রেয়া ও দিশা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
