Akshay Kumar Jaya Bachchan: অক্ষয়ের ছবির নাম নিয়ে কটাক্ষ! জয়া বচ্চনকে আয়ের অঙ্ক দেখতে বললেন সহ-প্রযোজক
Jaya Bachchan on Toilet at Prem Katha: সম্প্রতি একটি সাক্ষাৎকারে জয়া বচ্চন বলেন, 'কেবল ছবির নাম হিসেবেই দেখা যাক। এটা কোন ছবির নাম নাকি.. 'টয়লেট-এক প্রেম কথা'!

কলকাতা: সম্প্রতি অক্ষয় কুমারের (Akshay Kumar)-এর সিনেমা 'টয়লেট-এক প্রেম কথা'-কে কটাক্ষ করে বিতর্কে জড়িয়েছিলেন জয়া বচ্চন (Jaya Bachchan)। এই প্রথম নয়। বারে বারেই বিতর্কে জড়িয়েছেন তিনি। এর আগেও অক্ষয় কুমার একাধিক এমন ছবিতে অভিনয় করেছেন, যে ছবিগুলি শুধুমাত্র বিনোদনের জন্য নয়। প্রত্যেকটি ছবিতেই সমাজের জন্য কিছু না কিছু বার্তা রয়েছে। আর সেই ছবিগুলির মধ্যেই উল্লেখযোগ্য হল 'প্যাডম্যান' বা 'টয়লেট-এক প্রেম কথা'-র মতো ছবি। আর এই ছবির নাম নিয়েই আপত্তি তুলেছিলেন জয়া বচ্চন। সেই কটাক্ষেরই এবার উত্তর দিলেন প্রেরণা অরোরা।
কে এই প্রেরণা? ইনি 'টয়লেট-এক প্রেম কথা'- ছবিটির সহ প্রযোজক। তিনি সম্প্রতি এই ঘটনায় জয়া বচ্চনের উদ্দেশে বলেন, 'প্রথমেই বলি, আমি জয়াজির খুব বড় ভক্ত। ওঁর ‘গুড্ডি’, ‘উপহার’, ‘মিলি’ বা ‘অভিমান’-এর মতো ছবিগুলি আমি যখন তখন দেখতে পারি। সেখানে আমাদের ছবিকে তিনি যে ভাবে ব্যর্থ বলেছেন, তাতে দুঃখ পেয়েছি।' প্রেরণা জয়া বচ্চনকে এই ছবির মুনাফার ওপর নজর রাখতে বলেছেন। প্রেরণার দাবি, এই ছবিটি অনেক টাকা মুনাফা করেছিল। ছবিটি সেই বছরে সর্বাধিক মুনাফা অর্জন করা সেরা পাঁচটি ছবির মধ্যে একটি ছবি ছিল। জয়া বচ্চনকে ছবিটির দেখানোর জন্য ব্যক্তিগতভাবে ইচ্ছাও প্রকাশ করেছেন প্রেরণা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে জয়া বচ্চন বলেন, 'কেবল ছবির নাম হিসেবেই দেখা যাক। এটা কোন ছবির নাম নাকি.. 'টয়লেট-এক প্রেম কথা'! এই নামের ছবি তো আমি কোনোদিন নিজে গিয়ে দেখব ও না। দর্শক কি আদৌ এই ধরনের নামের কোনও ছবি দেখতে চাইবেন? অনেকজন মানুষের মধ্যে হয়তো জনাচারেক লোক এই ছবিটা গিয়ে দেখতে চাইবেন। ছবিটি তো একেবারে ফ্লপ!' অথচ বক্সঅফিসে এই ছবিটি যখন মুক্তি পেয়েছিল, তখন বেশ ভালই ব্যবসা করেছিল। জয়া বচ্চনের এই কথার কোনও উত্তর দেওয়া হয়নি অক্ষয়ের টিমের তরফ থেকে। অভিনেতা নিজেও এই বিষয়টি নিয়ে কিছু বলেননি। তবে নেটিজেনদের একাংশের মোটেই মনে ধরেনি জয়া বচ্চনের এই মতামত।
তবে এই বিষয়ে মুখ খোলেননি অক্ষয় কুমার। দীর্ঘদিন থেকেই তিনি এমন ছবিতে অভিনয় করে আসছেন যা কেবল বিনোদনমূলক নয়, তার মধ্যে একটা বার্তাও থাকে। আর সেই ছবিগুলির মধ্যেই উল্লেখযোগ্য হল 'প্যাডম্যান' বা 'টয়লেট-এক প্রেম কথা'-র মতো ছবি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
