এক্সপ্লোর
সানরাইজার্সের কাছে হারের পর টিম নাইট রাইডার্সকে আবেগাপ্লুত বার্তা শাহরুখের
1/7

এবারের আইপিএলে কোয়ালিফায়ারেই শেষ হল কেকেআরের দৌড়। আগামী রবিবার ফাইনালে টক্কর সানরাইজার্স ও চেন্নাই সুপার কিংসের।
2/7

ট্যুইটারে তাঁর আবেগাপ্লুত বার্তা- হয়েও হল না। আমাকে ফ্লাইটের টিকিট বাতিল করতে হবে। কিন্তু অসাধারণ খেলেছে কেকেআর। তোমাদের নিজেদের জন্য গর্বিত হওয়া উচিত। তোমরা সবাই দুরন্ত খেলেছ। তোমাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানাই। আমি কিন্তু হাসছি। আমাদের সবাইকে দুর্দান্ত বিনোদন দেওয়া এবং কিছু স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা খুব ভালো একটা দল।
Published at : 26 May 2018 10:48 AM (IST)
View More






















