এক্সপ্লোর
সানরাইজার্সের কাছে হারের পর টিম নাইট রাইডার্সকে আবেগাপ্লুত বার্তা শাহরুখের
![](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/05/26104655/kkr-3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1/7
![এবারের আইপিএলে কোয়ালিফায়ারেই শেষ হল কেকেআরের দৌড়। আগামী রবিবার ফাইনালে টক্কর সানরাইজার্স ও চেন্নাই সুপার কিংসের।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/05/26104711/kkr-7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এবারের আইপিএলে কোয়ালিফায়ারেই শেষ হল কেকেআরের দৌড়। আগামী রবিবার ফাইনালে টক্কর সানরাইজার্স ও চেন্নাই সুপার কিংসের।
2/7
![ট্যুইটারে তাঁর আবেগাপ্লুত বার্তা- হয়েও হল না। আমাকে ফ্লাইটের টিকিট বাতিল করতে হবে। কিন্তু অসাধারণ খেলেছে কেকেআর। তোমাদের নিজেদের জন্য গর্বিত হওয়া উচিত। তোমরা সবাই দুরন্ত খেলেছ। তোমাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানাই। আমি কিন্তু হাসছি। আমাদের সবাইকে দুর্দান্ত বিনোদন দেওয়া এবং কিছু স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা খুব ভালো একটা দল।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/05/26104706/kkr-6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ট্যুইটারে তাঁর আবেগাপ্লুত বার্তা- হয়েও হল না। আমাকে ফ্লাইটের টিকিট বাতিল করতে হবে। কিন্তু অসাধারণ খেলেছে কেকেআর। তোমাদের নিজেদের জন্য গর্বিত হওয়া উচিত। তোমরা সবাই দুরন্ত খেলেছ। তোমাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানাই। আমি কিন্তু হাসছি। আমাদের সবাইকে দুর্দান্ত বিনোদন দেওয়া এবং কিছু স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা খুব ভালো একটা দল।
3/7
![কিন্তু হারের পর দলের পাশেই দাঁড়িয়েছেন কিং খান। দলের মনোবল অটুট রাখতে ট্যুইট করে উত্সাহ দিয়েছেন।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/05/26104702/kkr-5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু হারের পর দলের পাশেই দাঁড়িয়েছেন কিং খান। দলের মনোবল অটুট রাখতে ট্যুইট করে উত্সাহ দিয়েছেন।
4/7
![কেকেআরের খেলা থাকলে সাধারণত মাঠে দেখা যায় দলের মালিক শাহরুখ খানকে। যদিও গতকালের ম্যাচে থাকতে পারেননি বলিউড তারকা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/05/26104659/kkr-4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কেকেআরের খেলা থাকলে সাধারণত মাঠে দেখা যায় দলের মালিক শাহরুখ খানকে। যদিও গতকালের ম্যাচে থাকতে পারেননি বলিউড তারকা।
5/7
![বল ও ব্যাটে গতকাল উজ্জ্বল হয়ে ওঠেন রশিদ খান। ১০ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এরপর ৪ ওভারের স্পেলে মাত্র ১৯ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেন তিনি।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/05/26104655/kkr-3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বল ও ব্যাটে গতকাল উজ্জ্বল হয়ে ওঠেন রশিদ খান। ১০ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এরপর ৪ ওভারের স্পেলে মাত্র ১৯ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেন তিনি।
6/7
![প্রথমে ব্যাট করে রশিদ খানের ১০ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংসের সৌজন্যে সানরাইজার্স ১৭৪ রান করে। জবাবে কেকেআরের ইনিংস ২০ ওভারে ১৬১ রানে থেমে যায়।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/05/26104651/kkr-2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রথমে ব্যাট করে রশিদ খানের ১০ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংসের সৌজন্যে সানরাইজার্স ১৭৪ রান করে। জবাবে কেকেআরের ইনিংস ২০ ওভারে ১৬১ রানে থেমে যায়।
7/7
![আফগান তারকা রশিদ খানের দাপুটে ব্যাটিং ও স্পিন বোলিংয়ের ফাঁদে গতকাল আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল কলকাতা নাইট রাইডার্স। গতকাল রাতে ইডেন গার্ডেনে সানরাইজার্স নাইট বাহিনীকে ১৩ রানে হারিয়ে ফাইনালে উঠেছে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/05/26104646/kkr-1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আফগান তারকা রশিদ খানের দাপুটে ব্যাটিং ও স্পিন বোলিংয়ের ফাঁদে গতকাল আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল কলকাতা নাইট রাইডার্স। গতকাল রাতে ইডেন গার্ডেনে সানরাইজার্স নাইট বাহিনীকে ১৩ রানে হারিয়ে ফাইনালে উঠেছে।
Published at : 26 May 2018 10:48 AM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)