‘মাহি ভাই এসে পরামর্শ দিল, ইয়র্কার কর’, তাতেই মিলল সাফল্য, হ্যাটট্রিকের পর বললেন শামি
শনিবার সাউদাম্পটনে আফগানিস্তানের বিরুদ্ধে উত্তেজক ম্যাচ জেতে ভারত। আর সেই জয়ে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে হ্যাটট্রিক করে ভারতকে অবিশ্বাস্য জয় এনে দেন শামি।
সাউদাম্পটন: মহেন্দ্র সিংহ ধোনির কথা মেনেই তিনি ইয়র্কার বল করে হ্যাটট্রিকের সাফল্য পেয়েছেন বলে স্বীকার করলেন মহম্মদ শামি। শনিবার সাউদাম্পটনে আফগানিস্তানের বিরুদ্ধে উত্তেজক ম্যাচ জেতে ভারত। আর সেই জয়ে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে হ্যাটট্রিক করে ভারতকে অবিশ্বাস্য জয় এনে দেন শামি। বিশ্বকাপে শামি হলেন দ্বিতীয় ভারতীয় বোলার যিনি হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করলেন। এর আগে ১৯৮৭ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন চেতন শর্মা। এখনও পর্যন্ত বিশ্বকাপে মোট ১০টি হ্যাটট্রিক হয়েছে। ম্যাচের পর শামি বলেন, ইয়র্কারের পরিকল্পনা ছিলই। তার ওপর মাহি ভাইও একই পরামর্শ দেয়। ধোনি আমাকে বলে, এখন কিচ্ছু পরিবর্তন করো না। স্রেফ ইয়র্কার দাও। হ্যাটট্রিকের ভাল সম্ভাবনা রয়েছে। এটা একটা বড় সুযোগ। হারিও না। এরপর, আর কোনও কিছু চিন্তা না করে, ধোনির পরামর্শ মতো ইয়র্কার করি। প্রসঙ্গত, হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দলের অন্যতম সেরা বোলার ভূবনেশ্বর কুমার প্রথম একাদশ থেকে ছিটকে যাওয়ায় জায়গা পান শামি। বাংলার এই পেসার নিজে স্বীকারও করেন, তিনি ভাগ্যবান যে খেলার সুযোগ পেয়েছন। বললেন, ভাগ্যের জন্য আমি খেলার সুযোগ পেয়েছি। তবে, আমি সবসময় তৈরি ছিলাম। বিশ্বাস ছিল, সুযোগ পেলে তা কাজে লাগাব। তবে, হ্যাটট্রিকের কথা কখনই ভাবিনি। বিশ্বকাপে এটা বিরল ঘটনা। তবে, তা করতে পেরে আমি খুশি।