এক্সপ্লোর
৬ বার গতি সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের জের, এক বছর গাড়ি চালাতে পারবেন না ওয়ার্ন
এখন পশ্চিম লন্ডনে থাকেন ওয়ার্ন।

লন্ডন: গত বছর লন্ডনে ভাড়া নেওয়া একটি বিলাসবহুল গাড়ি নির্ধারিত গতিবেগ ঘণ্টায় ৪০ মাইলের চেয়ে জোরে চালানোর দায়ে সাজা পেলেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন লেগস্পিনারের ১,৮৪৫ পাউন্ড জরিমানা হয়েছে। একইসঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, দু’বছরের মধ্যে ষষ্ঠবার গতিবেগ সংক্রান্ত নিয়ম ভাঙায় এক বছর গাড়ি চালাতে পারবেন না ওয়ার্ন। এখন পশ্চিম লন্ডনে থাকেন ওয়ার্ন। তাঁর বিরুদ্ধে গত বছরের ২৩ অগাস্ট ঘণ্টায় ৪৭ মাইল গতিতে গাড়ি চালানোর অভিযোগ ওঠে। ২০১৬ সালের এপ্রিল থেকে গত বছরের অগাস্টের মধ্যে পাঁচবার তাঁর বিরুদ্ধে অত্যধিক গতিতে গাড়ি চালানোর অভিযোগ ওঠে। সেই কারণেই জরিমানার পাশাপাশি গাড়ি চালানোর উপরেও নিষেধাজ্ঞা জারি করল আদালত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















