এক্সপ্লোর
Advertisement
টি-২০ তে অস্ট্রেলিয়ার কোচ হতে ইচ্ছুক শেন ওয়ার্ন
সিডনি: আগামী বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে অস্ট্রেলিয়ার কোচ হতে চাইছেন কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। সেই সিরিজে অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান থাকবেন না। কারণ, ২১ ফেব্রুয়ারি অ্যাডিলেডে তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ। পরদিন থেকেই আবার পুণেতে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট শুরু হচ্ছে। ফলে সেই সময় লেম্যান ও তাঁর সহকারীরা ভারতে থাকবেন। সেই কারণে সাময়িকভাবে কাউকে কোচিংয়ের দায়িত্ব দিতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়ার্ন সেই দায়িত্ব নিতে তৈরি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার হাই-পারফরম্যান্স প্রধান প্যাট হাওয়ার্ডের সঙ্গে যোগাযোগ করেছেন ওয়ার্ন। তবে তিনিই কোচ হবেন কি না, সেটা এখনই বলা যাচ্ছে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেছেন, তাঁরা শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে কোচিংয়ের দায়িত্ব দেওয়ার জন্য একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলছেন। তবে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ইন্ডিয়া
খবর
Advertisement