এক্সপ্লোর
Advertisement
হংকংয়ে ফাইনালে হার সিন্ধু, সমীর বর্মার
হংকং: ফাইনালে উঠেও শেষরক্ষা হল না। হেরে গেলেন ভারতের দুই শাটলার পি ভি সিন্ধু ও সমীর বর্মা। ফলে হংকং সুপার সিরিজের রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ভারতের এই দুই শাটলারকে।
চায়না সুপার সিরিজ প্রিমিয়ার জয়ের পর এখানেও চ্যাম্পিয়ন হয়ে অনন্য নজির গড়তে চেয়েছিলেন সিন্ধু। কিন্তু ফাইনালে তাঁর স্বপ্নভঙ্গ হল। চাইনিজ তাইপেইয়ের তাই জু ইং-এর কাছে হারলেন স্ট্রেট গেমে৷ লড়াই শেষ ৪১ মিনিটে। সিন্ধু হারলেন ১৫-২১, ১৭-২১ ফলে। পরপর দুটি সিঙ্গলস খেতাব জেতা হল না রিও অলিম্পিক্সে রুপোজয়ী ভারতীয় শাটলারের।
অন্যদিকে, প্রথমবার পুরুষদের ফাইনালে উঠে সাড়া জাগিয়েও শেষরক্ষা করতে পারলেন না সমীর। ফাইনালে হারলেন তিনিও। তাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন স্থানীয় খেলোয়াড় অ্যাঙ্গাস লং। সমীর অবশ্য লড়াই করেছিলেন। প্রথম গেম ১৪-২১ এ হারার পর দ্বিতীয় গেম ২১-১০ এ জিতে ম্যাচে ফেরেন সমীর। কিন্তু শেষ গেম ১১-২১ এ হেরে যান ভারতের জাতীয় চ্যাম্পিয়ন শাটলার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement