SL v PAK, 1st Test: একা লড়লেন চান্দিমল, শাহিনের আগুনে বোলিংয়ে বিধ্বস্ত শ্রীলঙ্কা
SL v PAK: ম্যাচের প্রথম দিনে দেখা গেল বোলারদের, বিশেষত পাকিস্তান ফাস্ট বোলারদের দাপট।
গল: প্রথম টেস্ট ম্যাচে আজ থেকেই গলের ময়দানে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা-পাকিস্তান (SL vs PAK, 1st Test)। ম্যাচের প্রথম দিনে দেখা গেল বোলারদের, বিশেষত পাকিস্তান ফাস্ট বোলারদের দাপট। শাহিন আফ্রিদির (Shaheen Afridi) আগুনে গতির দাপটে নাস্তানাবুদ হলেন শ্রীলঙ্কান ব্যাটাররা।
টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে। তবে মাত্র এক রান করেই শাহিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে। কুশল মেন্ডিস শুরুটা ভালই করেছিলেন বটে। তবে তিনিও ২১ রানেই সাজঘরে ফেরেন। শাহিন এবং হাসান আলির দাপটে একে একে সাজঘরে ফেরেন ধনঞ্জয় ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউজরা। লঙ্কান ব্যাটারদের মধ্য়ে সবচেয়ে অভিজ্ঞ ম্যাথিউজ তো খাতাই খুলতে পারেননি। তবে আরেক অভিজ্ঞ ব্যাটার দীনেশ চান্দিমল (Dinesh Chandimal) লড়াইটা চালিয়ে যান।
চান্দিমাল-থিকশানার লড়াই
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য দ্বিশতরান করা চান্দিমল দুর্দান্ত ফর্মে রয়েছেন। এই ম্যাচেও যখন একদিক থেকে উইকেট পড়ছে, তখন ক্রিজ আঁকড়ে পড়ে থাকেন তিনি। তাকে শেষের দিকে সঙ্গ দেন মাহিশ থিকশানা। মাহিশের সঙ্গে নবম উইকেটে ৪৪ রান যোগ করেন চান্দিমল। তিনি ৭৬ রানে আউট হওয়ার পর থিকশানাও ব্যাট চালিয়ে ব্যক্তিগত ৩৮ রান সংগ্রহ করেন। তবে শেষমেশ ২২২ রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। শাহিন আফ্রিদি চার এবং হাসান আলি ও ইয়াসির শাহ দুইটি করে উইকেট নেন।
Dinesh Chandimal is fighting the lone battle for Sri Lanka 👏
— ICC (@ICC) July 16, 2022
Buy the Test series pass and watch #SLvPAK LIVE on https://t.co/CPDKNx77KV (in select regions) 📺#WTC23 | 📝 Scorecard: https://t.co/Zjbsh8YQTK pic.twitter.com/DFhdN732lg
বল হাতে প্রত্যাবর্তন শ্রীলঙ্কার
অল্প রানের পুঁজি নিয়ে বোলিংয়ে নামা শ্রীলঙ্কার প্রয়োজন ছিল উইকেটের। শুরুতেই ইমাম-উল-হককে দুই রানে আউট করে কাসুন রাজিথা ভালভাবেই ইনিংসের শুরুটা করেন। আরেক পাকিস্তানি ওপেনার আব্দুলা শফিকেও প্রবথ জয়সূর্য ১৩ রানেই সাজঘরে ফেরত পাঠান। শেষের দিকে আজহার আলি আর বাবর আজম কোনওক্রমে উইকেট বাঁচিয়ে দিনটা শেষ করেন। পাকিস্তানের স্কোর দুই উইকেটের বিনিময়ে ২৪ রান। প্রথম দিনের শেষে তারা শ্রীলঙ্কার থেকে ১৯৮ রানে পিছিয়ে রয়েছে।
আরও পড়ুন: 'অনুশীলনেই যেতে পারছি না', পেট্রোল ভরতে দু'দিন লাইনে দাঁড়িয়ে কেকেআর তারকা