Sri Lanka Cricket : লঙ্কা ক্রিকেটের গুরুদায়িত্বে, নির্বাচন কমিটির প্রধান উপল থরঙ্গা
Sri Lanka Cricket :শ্রীলঙ্কা ক্রিকেটের বিবৃতিতে জানানো হয়েছে, নতুন নির্বাচক কমিটির চেয়ারম্যান হচ্ছেন উপল থরঙ্গা। লঙ্কা বাহিনীর প্রাক্তন ওপেনিং ব্যাটারের সঙ্গে আরও ৪ জন রয়েছেন কমিটিতে।
কলম্বো : সদ্য শেষ হওয়া বিশ্বকাপ (World Cup 2023) তাঁরা শেষ করেছে চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্স দিয়ে। লিগ তালিকার একেবারে নিচের দিকে থেকে শেষ করার জেরে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (Champions Trophy) খেলার সুযোগ হাতছাড়া হয়েছে শ্রীলঙ্কার। ১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বচ্যাম্পিয়নরা হতাশাজনক অধ্যায় পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে নতুন ছন্দে পথচলা শুরু করল। যার প্রথম ধাপ হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বেছে নিল নতুন নির্বাচক কমিটি।
শ্রীলঙ্কা ক্রিকেটের বিবৃতিতে জানানো হয়েছে, নতুন নির্বাচক কমিটির চেয়ারম্যান হচ্ছেন উপল থরঙ্গা (Upul Tharanga)। লঙ্কা বাহিনীর প্রাক্তন ওপেনিং ব্যাটারের সঙ্গে আরও ৪ জন রয়েছেন কমিটিতে। অজন্থা মেন্ডিস, ইন্ডিকা দে সারাম, থরঙ্গ পরনাভিতানা ও দিলরুয়ান পেরেরা স্থান পেয়েছেন নির্বাচক কমিটিতে। আগামী দু'বছরের জন্য যে নির্বাচক কমিটি দায়িত্বে থাকবে বলেই জানানো হয়েছে।
শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড জানিয়েছে, দেশের ক্রীড়ামন্ত্রী হারিন ফেরেন্দো যে নির্বাচক কমিটি বেছে নেওয়াতে চূড়ান্ত ছাড়পত্র দিয়েছেন। প্রসঙ্গত, বিশ্বকাপের মাঝে ও তার পরে বেশ কয়েকবার শিরোনামে উঠে এসেছে দ্বীপরাষ্ট্রের আগের ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিঙ্ঘের নাম। বিশ্বকাপে শ্রীলঙ্কার খারাপ পারফরম্যান্সের জেরে যিনি শ্রীলঙ্কার ক্রিকেটের সম্পূর্ণ বোর্ডকে ও অর্জুন রণতুঙ্গার নেতৃত্বাধীন অ্যাড-হক কমিটিকে ছেঁটে ফেলেছিলেন। যে বিতর্কের জল শ্রীলঙ্কার আদালত হয়ে গড়ায় আইসিসি পর্যন্ত।
দেশের ক্রিকেট বোর্ডের কাজকর্মের মধ্যে সেদেশের সরকারের দখলদারির জেরে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি সাসপেন্ড করে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে। এই মুহূর্তে যে নির্বাসনের খাঁড়া বহাল রয়েছে দ্বীপরাষ্ট্রের ক্রিকেট বোর্ডের মাথায়। শ্রীলঙ্কার আদালত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ছেঁটে ফেলার সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয় পাশাপাশি তাঁকে এহেন কাজের জন্য অন্য দায়িত্বে সরিয়ে দেওয়ার বার্তা দেয়। যার কিছুদিন পরই বদল ঘটে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রিত্বে। তিনি দায়িত্ব নিয়েই আগের শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে দায়িত্বে ফিরিয়েছিলেন।
আরও পড়ুন- গাজার যুদ্ধ নিয়ে বার্তা? স্লোগান লেখা জুতো পরে নামায় নিষেধাজ্ঞা, লড়াই চালাবেন খাওয়াজা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।