Sourav Ganguly: ইডেনে ব্যাট হাতে দেখা যাবে না সৌরভকে, লেজেন্ডস লিগ থেকে সরে দাঁড়াচ্ছেন 'মহারাজ'?
Legends League Cricket: বিশ্ব জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। সেই ম্যাচে খেলার পাশাপাশি ভারতীয় মহারাজা একাদশকে নেতৃত্ব দেওয়ারও কথা ছিল বর্তমান বিসিসিআই সভাপতির।
নয়াদিল্লি: লেজেন্ডস লিগ ক্রিকেট টুর্নামেন্টে (Legends League Cricket) ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ইডেন গার্ডেন্সে ফেরার কথা ছিল। ১৬ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। বিশ্ব জায়ান্টসের বিরুদ্ধে এই ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। সেই ম্যাচে তো খেলবেনই, পাশাপাশি ভারতীয় মহারাজা একাদশকে নেতৃত্ব দেওয়ারও কথা ছিল বর্তমান বিসিসিআই সভাপতির। তবে তা নিয়ে এখন বড় রকমের সন্দেহ তৈরি হয়েছে। একাধিক সূত্রের খবর অনুযায়ী লেজেন্ডস লিগ টুর্নামেন্ট থেকে সম্ভবত নিজেকে সরিয়ে নিতে চলেছেন সৌরভ।
অতীতেক স্মৃতিচারণ
লেজেন্ডস লিগে সৌরভ খেলবেন, তাও আবার ঘরের মাঠে, ইডেন গার্ডেন্সে, তাই স্বাভাবিকভাবেই এই ম্যাচ ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস উত্তর উত্তর বাড়ছিল। সৌরভের অধীনে একসময় ভারতীয় দলের হয়ে খেলা বীরেন্দ্র সহবাগ, হরভজন সিংহ, মহম্মদ কাইফদেরও উদ্বোধনী ম্যাচে ভারতীয় মহারাজার হয়ে খেলার কথা ছিল। সবমিলিয়ে অতীতের স্মৃতিচারণ করা সুবর্ণ সুযোগ ছিল সকলের কাছে কিন্তু। তা সম্ভবত আর হচ্ছে না। সৌরভ কিন্তু অবশ্য এখনও অবধি এই লিগ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে কোথাও মুখ খোলেননি। তবে তিনি যে খেলবেন না, সেই নিয়ে জল্পনা কিন্তু তুঙ্গে।
কিন্তু হঠাৎ কেন টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছেন সৌরভ? অনেকে মনে করছেন সৌরভ যেহেতু বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি, তাই যে কোনও বানিজ্যিক লিগে সৌরভ যুক্ত হলে তা নিয়ে সমালোচনা এবং বিতর্কের সৃষ্টি হতে পারে। সেই জন্যেই সম্ভবত নিজেকে এই লিগ থেকে সরিয়ে নিতে চলেছেন 'মহারাজ'। আবার আরেক পক্ষের মতে সৌরভের শরীর সংক্রান্ত সমস্যার জেরেই তিনি সম্ভবত সরে দাঁড়াতে চলেছেন। তবে সেই তত্ত্ব নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ সৌরভের শরীর এখন যথেষ্ট ভাল।
সৌরভের বদলে নেতা কে?
অতীতেও তিনি বেশ কয়েকবার ব্যাট হাতে মাঠে নেমেছেন। তাই শরীরের জন্য মাঠে নামবেন না সৌরভ, এমন তত্ত্বে বিশ্বাস করাটা খানিকটা কঠিনই। সৌরভের পরিবর্তে তাহলে কে ভারতীয় মহারাজাকে নেতৃত্ব দেবেন? অনেকেই মনে করছেন সম্ভবত বীরেন্দ্র সহবাগকে সৌরভের বদলি হিসাবে ভারতীয় মহারাজের হয়ে টসে নামতে দেখা যেতে পারে। কিন্তু গোটা বিষয়টাই এখনও অবধি জল্পনার পর্যায়েই রয়েছে। নিশ্চিতভাবে না সৌরভ, না টুর্নামেন্ট কর্তৃপক্ষ, কারুর তরফেই কিছুই জানানো হয়নি।
আরও পড়ুন: জলে গেল ওয়ার্নারের ৯৪, বার্লের সুবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেল জিম্বাবোয়ে