AUS vs ZIM: জলে গেল ওয়ার্নারের ৯৪, বার্লের সুবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেল জিম্বাবোয়ে
Ryan Burl: ম্যাচে পাঁচ উইকেট, ১১ রান ও তিনটি ক্যাচ ধরার জন্য ম্যাচ সেরা ঘোষিত হন জিম্বাবোয়ের অলরাউন্ডার রায়ান বার্ল। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ার্নার একাই ৯৪ রান করেন।
টাউন্সভিল: সদ্যই ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছিল জিম্বাবোয়েকে। তারপর অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হেরে গিয়েছিল জিম্বাবোয়ে (Australia vs Zimbabwe)। তবে সিরিজের শেষ ম্যাচে বড় অঘটন ঘটিয়ে ফেললেন রায়ান বার্লরা (Ryan Burl)। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার ওয়ান ডেতে অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবোয়ে।
টাউন্সভিলে সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। বল হাতে পরিবেশের লাভ তুলে শুরুটাও দারণ করেন নাইয়ুচি, ব্র্যাড ইভান্সরা। ১৮ ওভারের মধ্যেই অস্ট্রেলিয়া ৭২ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে। ডেভিড ওয়ার্নার (David Warner) ছাড়া অস্ট্রেলিয়ার প্রথম ছয় ব্যাটারের আর কেউই দুই অঙ্কের স্কোর পর্যন্ত করতে পারেননি। স্টিভ স্মিথ (৫), অ্যারন ফিঞ্চ (১), অ্যালেক্স কেরিরা (৪) সকলেই ব্যর্থ হন। এরপর শুরু হয় 'বার্ল শো'। একে একে তাসের ঘরের মতো ভেঙে পড়ে অস্ট্রেলিয়া।
একা লড়াই ওয়ার্নারের
ডেভিড ওয়ার্নার কেবল অপর প্রান্তে দাঁড়িয়েইছিলেন। তিনি একাই ৯৬ বলে ৯৪ রান করেন। ওয়ার্নার না থাকলে হয়তো এদিন শতরানের গণ্ডিও পার করতে পারত না অস্ট্রেলিয়া। শেষমেশ ১৪১ রানেই গুটিয়ে যায় অজি ইনিংস। মাত্র তিন ওভারে ১০ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেনে বার্ল। জিম্বাবোয়ের দুই ওপেনার কাইতানো ও মারুমি শুরুটা কিন্তু খারাপ করেননি। দুইজনে মিলে ৩৮ রানের ওপেনিং পার্টনারশিপ দেন। তবে ছয় রানের মধ্যেই তিন উইকেট হারায় জিম্বাবোয়ে। জস হ্যাজেলউড দুই বলে দুই উইকেট নেন। ৭৭ রান হতে হতে আধা জিম্বাবোয়ে দলই সাজঘরে ফিরে যায়।
Half-century for David Warner 👏
— ICC (@ICC) September 3, 2022
Watch #AUSvZIM FREE on https://t.co/MHHfZPyHf9 (in select regions)
📝 Scorecard: https://t.co/rYRZw10OXK pic.twitter.com/lRStYzwj0B
বার্লের অলরাউন্ড শো
দুরন্ত ফর্মে থাকা সিকন্দর রাজাও ব্যর্থ হন। মাত্র আট রানেই ফেরেন তিনি। এই সময়ই দলের হাল ধরেন অধিনায়ক রেগিস চাকাভা। ঠান্ডা মাথায় ইনিংস সামলে নেন তিনি। শেষ পর্যন্ত ৩৭ রানে অপরাজিত থেকে দলকে বহু কাঙ্খিত জয় এনে দেন চাকাভা। ৩৩ ম্যাচে এই নিয়ে মাত্র তৃতীয়বার অস্ট্রেলিয়াকে ওয়ান ডেতে হারাল জিম্বাবোয়ে। তবে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে এই প্রথমবার তাদেরকে হারালেন চাকাভারা। ম্যাচে পাঁচ উইকেট, ১১ রান ও তিনটি ক্যাচ ধরার জন্য ম্যাচ সেরা ঘোষিত হন জিম্বাবোয়ের অলরাউন্ডার বার্ল। অবশ্য সিরিজ ২-১ সিরিজ জিতল অস্ট্রেলিয়াই।
আরও পড়ুন: মুডি জমানা শেষ, সানরাইজার্সের নতুন কোচ নিযুক্ত হলেন ব্রায়ান লারা