এক্সপ্লোর
Advertisement
সৌরভ কী নাম দিয়েছিলেন নেহরার, ‘ফাঁস’ করলেন যুবরাজ
নয়াদিল্লি: গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের পেস বোলার আশিষ নেহরা। ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলায় দর্শক ও সহ খেলোয়াড়দের বিপুল সংবর্ধনার মাধ্যমে স্মরণীয় হয়ে থাকল নেহরার শেষ ম্যাচ। নেহরার ১৮ বছরের কেরিয়ারের শেষ ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে হারাল ৫৩ রানে। নেহরা কোনও উইকেট পাননি। তাঁর বলে ক্যাচ পড়েছে। শেষ ম্যাচে তাঁর বোলিং বিশ্লেষণ ৪ ওভারে ২৯ রান।
বিদায়ের এই ক্ষণে নেহরার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তাঁর বর্তমান ও প্রাক্তন সহখেলোয়াড়রা। তাঁদের মধ্যে রয়েছেন যুবরাজ সিংহও। ফেসবুক পোস্টে যুবি নেহরাকে ‘আদ্যন্ত সত্ মানুষ’ বলে অভিহিত করেছেন। তাঁর পোস্টের শিরোনাম ‘আশিষ নেহরার প্রাণোচ্ছ্বলতা’। যুবি লিখেছেন, ‘আমার বন্ধু আশু সম্পর্কে প্রথমেই বলতে পারি যে, ও নিখাদ সত্ মানুষ..মনের দিক থেকে ও খুব পরিষ্কার। সম্ভবত কোনও ধর্মগ্রন্থ ওর থেকে বেশি সত্’।
যুবি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় নেহরার যে ডাকনাম দিয়েছিলেন, তা ‘ফাঁস’ করে দিয়েছেন। যুবি জানিয়েছেন, ‘সৌরভ নেহরার ডাকনাম দিয়েছিলেন পোপাট। কারণ, ও বেশি কথা বলত। আমার মনে হয় ও জলে ডুবেও কথা বলতে পারে। সেইসঙ্গে ও খুব হাসিখুশি। ওর শরীরী ভাষাটাও খুব মজাদার..আশিষ নেহরার সঙ্গে থাকলে আপনার দিন কোনওভাবেই খারাপ হতে পারবে না..কোনও সুযোগই নেই..ও আপনাকে হাসাতে হাসাতে ফেট ফাটিয়ে দেবে’।
যুবি আরও লিখেছেন,’আমি একটা কথা ওকে কোনওদিন বলিনি কিন্তু ওর থেকে আমি প্রেরণা পেয়েছি। আমি ভাবতাম, এই লোকটা যদি ৩৮ বছর বয়সে, এত চোট ও অস্ত্রোপচারের পরও ফাস্ট বল করতে পারে, তাহলে আমি ৩৬ বছর বয়সে ব্যাটিং করতে পারব না কেন’।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement