ABP Exclusive: বিশ্বকাপের দলে অবশ্যই রাখা উচিত যশস্বীকে, তরুণ বাঁহাতির হয়ে ব্যাট ধরলেন সৌরভ
Sourav Ganguly on Yashasvi Jaiswal: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্বপ্নের অভিষেক। টেস্টে আবির্ভাবের মঞ্চেই সেঞ্চুরি। অনেকে বলাবলি করছেন, সৌরভের পর এত ভাল বাঁহাতি ব্যাটার আর পায়নি ভারতীয় ক্রিকেট।
সন্দীপ সরকার, কলকাতা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্বপ্নের অভিষেক। ডমিনিকায় টেস্টে আবির্ভাবের মঞ্চেই সেঞ্চুরি। অনেকে বলাবলি করছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পর এত ভাল বাঁহাতি ব্যাটার আর পায়নি ভারতীয় ক্রিকেট।
তরুণ যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) মন জিতে নিয়েছে সৌরভেরও। তা নাহলে কেনই বা বাঁহাতি ব্যাটারের হয়ে ক্রিজে নেমে পড়বেন স্বয়ং সৌরভ। যাঁকে নিয়ে রাহুল দ্রাবিড়ের সেই মন্তব্য ভারতীয় ক্রিকেটে অমর হয়ে রয়েছে। অফসাইডে প্রথমে ঈশ্বর, তারপরই সৌরভ...
টেস্ট অভিষেকে সেঞ্চুরি করে সৌরভের পাশেই জায়গা করে নিয়েছেন উত্তরপ্রদেশের তরুণ। বাইশ গজে প্রতিষ্ঠার খোঁজে যিনি বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন মুম্বইয়ে। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়েই খেলেন। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের জয়ের নায়ক। ১৭১ রানের ইনিংস তাঁকে এনে দিয়েছে ম্যাচের সেরার স্বীকৃতি।
সোমবার সন্ধ্যায় সিএবি-তে এসেছিলেন সৌরভ। দাদা তথা সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস ব্যক্তিগত কাজে বিদেশে। তবে সপ্তাহের প্রথম দিনের সিএবি সৌরভ-ময় হয়ে রইল। বিশ্বকাপ আয়োজনের টুকিটাকি নিয়ে সিএবি কর্তাদের সঙ্গে কথা বলে গেলেন সৌরভ। এক ফাঁকে সিএবি-তে এসে ইস্টবেঙ্গল দিবসের জন্য আমন্ত্রণ জানিয়ে গেলেন লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার। সিএবি ছেড়ে বেরনোর সময় সৌরভকে প্রশ্ন করা হয়েছিল, কেমন দেখলেন যশস্বীকে?
সৌরভের স্বতঃস্ফূর্ত উত্তর, 'দারুণ ব্যাটার। দুর্দান্ত খেলেছে যশস্বী। দেখে কেউ বুঝতেই পারেনি যে, প্রথম টেস্টে খেলতে নেমেছে। এতটাই সাবলীল ব্যাটিং।' সৌরভের সংযোজন, 'ভারতের বিশ্বকাপ দলে অবশ্যই রাখা উচিত যশস্বীকে।'
জাতীয় দলের প্রাক্তন কিংবদন্তি অধিনায়ককে মনে করিয়ে দেওয়া হল, এশিয়ান গেমসের জন্য ভারতীয় ক্রিকেট দলে রাখা হয়েছে যশস্বীকে। এশিয়ান গেমসে তাঁদেরই পাঠানো হচ্ছে, যাঁদের বিশ্বকাপে ভাবা হচ্ছে না। কারণ, এশিয়ান গেমস শেষ হতে হতে বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে যাবে। চিনের হাংঝাউ থেকে ভারতীয় দল যখন ফিরবে, তখন বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অভিযান শুরু হয়ে যাবে।
সৌরভ অবশ্য দৃঢ়ভাবে মনে করেন, তার পরেও যশস্বীকে বিশ্বকাপের দলে রাখা উচিত। বললেন, 'এশিয়ান গেমসের এখনও দেরি আছে। বিশ্বকাপের দলে ওকে অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত। দলে বদল করাটা এমন কোনও বড় ব্যাপার নয়। ভারতীয় বোর্ড ও নির্বাচকেরা চাইলে পরিবর্তন করতেই পারেন।'
সৌরভের চোখে এখনও ভাসছে ইডেন গার্ডেন্সে যশস্বীর প্রলয়লীলা। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১৩ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। আইপিএলের (IPL) ইতিহাসে দ্রুততম। উচ্ছ্বসিত সৌরভ বলছেন, 'কী ইনিংসটাই না খেলেছিল। হাতে শটের বৈচিত্র দেখার মতো। ভারতীয় ক্রিকেটে থাকতেই এসেছে যশস্বী।'
একটা সময় তাঁর জহুরির চোখ খুঁজে নিয়েছিল জ়াহির খান, যুবরাজ সিংহ, বীরেন্দ্র সহবাগ, হরভজন সিংহের মতো প্রতিভাদের। যাঁরা পরে বিশ্ব ক্রিকেটকে শাসন করেছিলেন। সৌরভের হাত ধরে গড়ে উঠেছিল টিম ইন্ডিয়া। অভিজ্ঞ সৌরভের মন জিতে নিয়েছেন একুশের তরুণ। বিশ্বকাপেও ফারাক গড়ে দিতে পারেন বাঁহাতি ব্যাটার, বলছেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি।
নির্বাচকেরা শুনতে পাচ্ছেন কি?
আরও পড়ুন: কলকাতা লিগে লাল-হলুদ ঝড়, পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে ৪-২ গোলে জয়ী ইস্টবেঙ্গল
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন