এক্সপ্লোর
Advertisement
Sourav Minor Attack Reason: পাহাড়প্রমাণ কাজের চাপ, দিনভর ব্যস্ততা, বংশগত কারণ? সৌরভের অসুস্থতা নিয়ে কী বলছেন বিশেষজ্ঞ ডাক্তাররা
ক্রিকেট থেকে অবসর নেওয়ার কয়েক বছর পরেও ৪৮ বছরের সৌরভের ব্যস্ততার শেষ নেই। ক্রমশ বেড়েছে দায়িত্ব। একদিকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট, অন্য দিকে রিয়েলিটি শোর হোস্ট, পাশাপাশি একাধিক ব্র্যান্ডের অ্যাম্বাসাডর। এনডোর্সমেন্টে তিনি বর্তমান ক্রিকেটারদের সঙ্গে রীতিমতো টক্কর দেন। দিনভর চূড়ান্ত ব্যস্ততা, দায়িত্বের চাপে কি প্রাক্তন ভারত অধিনায়ক স্ট্রেসের শিকার?
কলকাতা: জিম করার সময় হঠাৎই ব্ল্যাক আউট হয়ে হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়। স্টেন্ট বসানোর পরে বিসিসিআই প্রেসিডেন্ট সঙ্কটমুক্ত হলেও তাঁর অসুস্থতা নিয়ে উঠে এসেছে একাধিক কারণ। চিকিৎসকদের একাংশের মতে, বংশগত এবং স্ট্রেসের কারণেই আচমকা অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন ভারত অধিনায়ক। বছরের দ্বিতীয় দিনেই সৌরভের অসুস্থতার খবরে উথালপাতাল অবস্থা আপামর বাঙালি থেকে ক্রিকেটপ্রেমীদের। কিন্তু কী এমন হল, যে প্রাক্তন ভারত অধিনায়কের মাইল্ড হার্ট অ্যাটাক হল?
ক্রিকেট থেকে অবসর নেওয়ার কয়েক বছর পরেও ৪৮ বছরের সৌরভের ব্যস্ততার শেষ নেই। ক্রমশ বেড়েছে দায়িত্ব। একদিকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট, অন্য দিকে রিয়েলিটি শোর হোস্ট, পাশাপাশি একাধিক ব্র্যান্ডের অ্যাম্বাসাডর। এনডোর্সমেন্টে তিনি বর্তমান ক্রিকেটারদের সঙ্গে রীতিমতো টক্কর দেন। দিনভর চূড়ান্ত ব্যস্ততা, দায়িত্বের চাপে কি প্রাক্তন ভারত অধিনায়ক স্ট্রেসের শিকার? চিকিৎসকদের একাংশের মতে, পাহাড়প্রমাণ কাজের চাপ ও দিনভর ব্যস্ততা অসুস্থতার অন্যতম কারণ। তাঁর চিকিত্সায় নিযুক্ত মেডিকেল টিমের সদস্য ভবতোষ বিশ্বাসের মত, লাইফস্টাইল গুরুত্বপূর্ণ ব্য়াপার, অত্যন্ত স্ট্রেসফুল জব ওনার, এতে ডায়াবিটিস হয়তো হতে পারে, তবে উনি স্বাস্থ্য নিয়ে সচেতন। চিকিৎসক সৌমিত্র রায়ের মতে, প্রেসার, সুগার নাকি কাজের চাপ, তা দেখতে হবে।
২০১৩-র ফেব্রুয়ারিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সৌরভের বাবা হারান চণ্ডী গঙ্গোপাধ্যায়ের।
চিকিৎসকদের একাংশের মতে, অসুস্থতার ক্ষেত্রে বংশগত কারণও থাকতে পারে। সৌমিত্র রায় বলছেন, বংশানুক্রমিক হতে পারে, শরীর ভাল থাকলেও অনেক সময় বাইরে থেকে বোঝা যায় না। আরেক চিকিৎসক ধীমান কাহালির মত, অসুস্থ হওয়ার পিছনে পারিবারিক প্রভাব থাকতে পারে, ওনার বাবার সমস্যা ছিল। তবে চিকিত্সকরা জানিয়েছেন, আপাতত বিপদমুক্ত সৌরভ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement