Spain Rafael Nadal: ফরাসি ওপেনের ফাইনালে হারতেও রাজি নাদাল! কিন্তু কেন?
Spain Rafael Nadal French Open 2022: গোড়ালিতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন জেভেরেভ। দ্বিতীয় সেট খেলার সময়ই চোট পান তিনি। ক্রাচে করে কোর্ট ছাড়তে হয়েছিল জেভেরেভ।
![Spain Rafael Nadal: ফরাসি ওপেনের ফাইনালে হারতেও রাজি নাদাল! কিন্তু কেন? Spain Rafael Nadal shocking statement stressing on his injury Spain Rafael Nadal: ফরাসি ওপেনের ফাইনালে হারতেও রাজি নাদাল! কিন্তু কেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/04/848435c8978398eee18f63339a334f50_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
প্যারিস: কেরিয়ারে বারবার চোটের কবলে পড়েছেন। জানেন চোট পেয়ে কোনও টুর্নামেন্টের মাঝপথ থেকে ছিটকে যাওয়া কতটা কষ্টের। সেমিফাইনালে আলেকজান্ডার জেভেরেভের বিরুদ্ধে খেলতে নেমে ওয়াক ওভার পেয়েছেন। জার্মানির তরুণ টেনিস তারকা পায়ে চোট পেয়ে সেমিতে পুরো খেলা খেলতে পারেননি। নিজে চোখের সামনে থেকে দেখেছেন জেভেরেভের যন্ত্রণায় কাতর হয়ে কোর্ট ছাড়া। ফাইনালে উঠে তাই আচমকাই নাদাল বলে উঠলেন যে, নতুন বাঁ পা পাওয়ার জন্য তিনি ফাইনালে হেরে যেতেও রাজি আছেন।
গোড়ালিতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন জেভেরেভ। দ্বিতীয় সেট খেলার সময়ই চোট পান তিনি। ক্রাচে করে কোর্ট ছাড়তে হয়েছিল জেভেরেভ। নাদাল বলেন, ''কোনও সন্দেহ নেই যে, আমি ফাইনালে অবশ্যই হারতে পছন্দ করব, হ্যাঁ, আমার মতামত একদমই বদলাবে না। যদি আমি নতুন বাঁ পা পাই, সেই শর্তে আমি ফাইনালে হারতেও রাজি আছি। একটা নতুন পা আমার দৈনন্দিন জীবনে অনেক আনন্দ নিয়ে আসবে।''
ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডের বিরুদ্ধে ফাইনালে খেলতে নামবেন নাদাল। তাঁর আগে স্প্যানিশ তারকা বলেন, ''জয় পেতে খুব ভাল লাগে, অ্যাড্রিনালিন ক্ষরণও হয়। কিন্তু এটা সাময়িক। জীবনের মূল অনেক বেশি। আমার সামনে একটা জীবন আছে। ভবিষ্যতে আমি আমার বন্ধুদের সঙ্গে টেনিস খেলতে চাই।''
নাদালের সামনে এখন ১৪তম ফরাসি ওপেন জয়ের হাতছানি। এই ম্যাচ জিতলে ট্রফির দিকে আরও এগিয়ে যাবেন নাদাল, এই ছিল পরিস্থিতি। প্রথম সেটে অবশ্য রাফার শুরুটা ভাল হয়নি। একটা সময় পিছিয়ে ছিলেন ৩-৪ গেমে। সেখান থেকে ৫-৪ ব্যবধানে এগিয়ে যান নাদাল। জেরেভের একটি সার্ভিস ব্রেক করেন তিনি। সেট শেষ হয় ৬-৬ গেমে। ফলে প্রথম সেটেই দেখা গেল টাইব্রেকার। তাতে নাদাল জিতে ১-০ এগিয়ে যান। টাইব্রেকারে টানা পাঁচ পয়েন্ট পান নাদাল। তার পরেও লড়লেন জেরেভ। শেষমেশ সেট জিতলেন নাদালই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)