এক্সপ্লোর
ক্রীড়া বাজেট বাড়ল ৩৫০ কোটি টাকা

নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেটে ক্রীড়াখাতে বরাদ্দের পরিমাণ ৩৫০ কোটি টাকা বাড়ালেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। গত বছরের বাজেটে ক্রীড়াক্ষেত্রে বরাদ্দ করা হয়েছিল ১,৫৯২ কোটি টাকা। আজ পেশ করা বাজেটে জেটলি বলেছেন, ক্রীড়াক্ষেত্রে বরাদ্দ করা হচ্ছে ১,৯৪৩ কোটি টাকা। ভারতীয় ক্রীড়াবিদরা এখন ২০১৮ সালের কমনওয়েলথ গেমসের প্রস্তুতিতে ব্যস্ত। রিও অলিম্পিকে হতাশাজনক পারফরম্যান্সের পর এখন এশিয়াড ও কমনওয়েলথ গেমসকেই পাখির চোখ করছেন ভারতীয় অ্যাথলিটরা। বাজেটে বরাদ্দ বৃদ্ধি তাঁদের সাহায্য করবে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার জাতীয় শিবির আয়োজনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে ৪৮১ কোটি টাকা। উত্তর-পূর্ব ভারতের ক্রীড়া উন্নয়নে বরাদ্দ বাড়ানো হয়েছে। খেলো ইন্ডিয়া প্রকল্পে বরাদ্দ দ্বিগুণেরও বেশি বেড়েছে। বাজেটে ক্রীড়াক্ষেত্রে অর্থ বাড়ানো হলেও, উল্টো দিকও আছে। প্যারালিম্পিকে ভারতের অসাধারণ সাফল্যের পরেও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের খেলায় উৎসাহ দেওয়ার প্রকল্পে বরাদ্দ ৪ কোটি থেকে কমিয়ে মাত্র ১ লক্ষ টাকা করা হয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















