এক্সপ্লোর

Sports Highlights: রাজকোটে ভারতের রেকর্ড জয়, জিতে বিদায় মনোজের, এক নজরে খেলার সব খবর

Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি এক নজরে

কলকাতা: রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট ব্যবধানে তৃতীয় টেস্ট জিতে সিরিজ়ে ২-১ এগিয়ে গেল ভারতীয় দল। মনোজ তিওয়ারির শেষ ম্যাচে বিহারকে উড়িয়ে দিয়ে রঞ্জি মরশুম শেষ করল বাংলা। এক নজের খেলার সব খবর।

ভারতের রেকর্ড জয়

নিজের ঘরের মাঠে প্রত্যাবর্তন ম্যাচেই রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) প্রমাণ করে দিলেন কেন তিনি বর্তমান বিশ্বের এক নম্বর টেস্ট অলরাউন্ডার। ব্যাট হাতে শতরান করার পাশাপাশি বল হাতে মোট সাত উইকেট নিলেন জাডেজা। রাজকোটে তৃতীয় টেস্টে (IND vs ENG 3rd Test) ৪৩৪ রানের বিরাট ব্যবধানে ইংল্যান্ডকে দুরমুশ করে পাঁচ ম্যাচের সিরিজ়ে ২-১ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। রানের ব্যবধানে এটাই ভারতের সর্বকালের সবচেয়ে বড় টেস্ট জয়।

বাংলার জয়

ইডেন গার্ডেন্সের (Eden Gardens) ক্লাব হাউসের সামনের লনে সবুজ গালিচা পাতা চলছে তখন। সাজানো হচ্ছে মঞ্চ। পিছনের বোর্ডে জ্বলজ্বল করছে তাঁর ছবি। সঙ্গে লেখা, 'প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার প্লাস রান। অভিনন্দন মনোজ তিওয়ারি।'

কেরিয়ারের শেষ ম্যাচ খেললেন বাংলার কিংবদন্তি। অথচ মঞ্চ বাঁধার আগেই ম্যাচ শেষ। বিহারকে সোয়া দুদিনের মধ্যে ইনিংস ও ২০৪ রানে হারিয়ে বিরাট জয় পেল বাংলা। বোনাস-সহ সাত পয়েন্ট পেলেন মনোজরা (Manoj Tiwary)। ১৯ পয়েন্টে শেষ করল বাংলা (Bengal vs Bihar)। রঞ্জি ট্রফির (Ranji Trophy) কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল। তবে শেষ ম্যাচে বড় জয় মনোজের জন্য সান্ত্বনা হয়ে রইল।

নাইটদের প্রস্তুতি শিবির

আইপিএলের (IPL 2024) দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। লোকসভা নির্বাচনের (Loksabha Poll) সূচির জন্য অপেক্ষা করা হচ্ছে। মোটামুটিভাবে ঠিক হয়ে আছে, ২২ বা ২৩ মার্চ শুরু হবে এবারের আইপিএল। তবে সূচি চূড়ান্ত না হলেও, আইপিএলের দামামা বেজে গেল। চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিচ্ছে শাহরুখ খান-জুহি চাওলার (Shah Rukh Khan and Juhi Chawla) কলকাতা নাইট রাইডার্স। আর সেটা মুম্বই বা অন্য কোথাও নয়, নাইটদের ডেরায়। ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। 

সব কিছু ঠিকঠাক চললে ১৫ মার্চ ক্রিকেটের নন্দনকাননে প্রস্তুতিতে নেমে পড়ছেন নাইটরা (KKR Practice)। যে শিবিরকে ট্রফি অভিযানে নামার আগে চূড়ান্ত মহড়া হিসাবে দেখছে কেকেআর শিবির।

হাসপাতালে মুস্তাফিজুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (Bangladesh Premier League) সোমবার, ১৯ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিরুদ্ধে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হওয়ার কথা। তার আগেই বড় ধাক্কা। কুমিল্লার অনুশীলনে মাথায় আঘাত পেলেন দলের তারকা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান (Mustrafizur Rahman)। ২৮ বছর বয়সি তারকা ক্রিকেটারের মাথার বাঁ-দিকে বলের আঘাত লাগে। সেই আঘাতের জেরে মুস্তাফিজুরের মাথায় ক্ষতের সৃষ্টি হয় বলেও জানানো হয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও জাহিদুল ইসলামই জানান যে বল লাগার পর মুস্তাফিজুরের মাথার বাঁ-দিক কেঁটে গিয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনিই। জাহিদুল বলেন, 'অনুশীলনের সময় একটি বল সোজাসুজি এসে মুস্তাফিজুরের মাথার বাঁ-দিকে লাগে। ওর মাথার এক জায়গায় ক্ষতের সৃষ্টি হয়। আমরা কম্প্রেশন ব্য়ান্ডেজ দিয়ে কোনওক্রমে রক্তক্ষরণ বন্ধ করি এবং তড়িঘড়ি ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।'

নেতা ধোনি

আইপিএল (IPL) ইতিহাসের সফলতম অধিনায়ক (যুগ্মভাবে) তিনি। মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) অধীনেই চেন্নাই সুপার কিংস আইপিএলের একের এক মরশুমে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। সেই ধোনিকেই আইপিএলের সর্বকালের সেরা দলের অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হল।

ওয়াসিম আক্রম, ম্যাথু হেডেন, টম মুডি, ডেল স্টেইন এবং ৭০ জন সাংবাদিক মিলে আইপিএলের সর্বকালের সেরা দল বাছাই করতে বসেছিলেন। সেই প্যানেলই ২০০৮ সাল থেকে শুরু হওয়া বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট লিগের সর্বকালীন সেরা একাদশ বাছতে গিয়ে ধোনিকে সেই দলের নেতৃত্বের দায়িত্ব দেন। ২০ ফেব্রুয়ারি আইপিএলের প্রথম নিলামের ১৬ বছর পূর্তি হবে। সেই উপলক্ষ্যেই সেরা আইপিএল একাদশ বাছার চেষ্টা করে হয়েছিল।

বিশ্বকাপের মঞ্চে বাংলার ব্রোঞ্জ

বিশ্বমঞ্চে পদক বাংলার প্রণতি নায়েকের (Pranati Nayek)। মিশরের কায়রোতে আয়োজিত আর্টিস্টিক জিমন্য়াস্টিকের বিশ্বকাপে (Gymnastics World Cup) তৃতীয় স্থানে শেষ করলেন এই তরুণী। ফল আরও ভাল করলে হয়ত প্যারিস অলিম্পিক্সের টিকিট পাকা হতে পারত, কিন্তু তা হল না। অন্য়দিকে রিও অলিম্পিক্সে সাড়া জাগানো দেশের তারকা জিমন্য়ান্স দীপা কর্মকার (Deepa Karmakar) শেষ করলেন পাঁচ নম্বরে। উল্লেখ্য, ভল্ট ইভেন্টে ১৩.৬১৬ স্কাের করেছেন প্রণতি। অন্য়দিকে, প্রায় পাঁচ বছর পর আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তন করেছিলেন আগরতলার দীপা। পদক না জিতলেও শেষ পর্যন্ত পাঁচে শেষ করেন তিনি।

সিন্ধুদের ইতিহাস

ব্যাডমিন্টনে ইতিহাস গড়ল ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল (Indian Womens Badminton Team)। থাইল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপে (Badminton Asia Team Championship 2024) প্রথমবার সোনা জিতল ভারতের মেয়েরা। গতকাল জাপানকে সেমিতে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছিলেন সিন্ধু (PV Sindhu), আনমোলরা। এদিন ফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে দিলেন তাঁরা। 

গতকাল হারতে হয়েছিল সিন্ধুকে। কিন্তু এদিন আর কোনও ভুল করেননি সিন্ধু। প্রথম ম্য়াচেই থাই প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেন তিনি ২১-১২, ২১-১২ ব্যবধানে। দ্বিতীয় খেলায় প্রথম ডাবলসে খেলতে নামেন ভারতের তৃষা জলি ও গায়েত্রী গোপীচাঁদ জুটি। সেই ম্য়াচেও জয়. ছিনিয়ে নেন তৃষারা। খেলার ফল ভারতের পক্ষে ২১-১৬, ১৮-২১ ও ২১-১৬। ভারত ২-০ ব্য়বধানে এগিয়ে গিয়েছিল ভারত। 

ম্য়াচের নির্ণায়ক খেলায় ভারতের হয়ে সিঙ্গলসে নেমেছিলেন আনমোল খারব। প্রথম গেমে ২১-১৪ ব্যবধানে জেতেন আনমোল। কিছুটা লড়াই করেছিলেন থাই প্রতিযোগী। কিন্তু দ্বিতীয় গেমে একেবারেই দাঁড়াতেই দেননি প্রতিপক্ষকে আনমোল। এই গেমে ২১-৯ ব্যবধানে জয় ছিনিয়ে ভারতের সোনা জয় নিশ্চিত করেন আনমোল। 

প্রয়াত প্রোটিয়া কিংবদন্তি

হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে প্রয়াত হলেন দক্ষিণ আফ্রিকার (South Africa) প্রাক্তন কিংবদন্তি অলরাউন্ডার মাইক প্রোক্টর (Mike Procter)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হওযার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অস্ত্রোপচারেও কিছু জটিলতা দেখা গিয়েছিল। অবশেষে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। ক্রিকেট (Cricket) ছাড়ার পর কোচ হিসেবেও কাজ করেছেন। এমনকী ম্য়াচ রেফারি (Match Referee) হিসেবেও দেখা গিয়েছে প্রোক্টরকে। 

আরও পড়ুন: ১৭ দিনের উদ্বেগমুক্তি, হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভের মা, স্টেন্ট বসাতে হল?

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Kolkata Weather : হাত ধরেছে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা, দুইয়ের প্রভাবে তুমুল বৃষ্টি কলকাতায়?
হাত ধরেছে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা, দুইয়ের প্রভাবে তুমুল বৃষ্টি এই দিন থেকে
Petrol-Diesel Price Hike: মাসের শুরুতেই ধাক্কা ! দাম বাড়ল পেট্রোলের, কলকাতায় আজ কত হল লিটার ?
মাসের শুরুতেই ধাক্কা ! দাম বাড়ল পেট্রোলের, কলকাতায় আজ কত হল লিটার ?
Suryakumar Yadav: একটা ক্যাচেই ফিল্ডিং কোচ দিলীপের দাম বাড়িয়ে দিয়েছেন সূর্য, কী বললেন টি দিলীপ?
একটা ক্যাচেই ফিল্ডিং কোচ দিলীপের দাম বাড়িয়ে দিয়েছেন সূর্য, কী বললেন টি দিলীপ?
Chopra Case : 'নিগৃহীতা অসামাজিক কাজ করছিলেন' চোপড়ার ঘটনার পর বললেন তৃণমূল বিধায়ক
'নিগৃহীতা অসামাজিক কাজ করছিলেন' চোপড়ার ঘটনার পর বললেন তৃণমূল বিধায়ক
Advertisement
ABP Premium

ভিডিও

Vegetable Market Price: পেট্রল-ডিজেলের দামে জ্বলন, কতটা আগুন সবজির দরে ?CM Mamata Banerjee: আক্রমণ তৃণমূল সরকারকে, ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। ABP Ananda LiveSukanta Majumdar: 'মনে হচ্ছে ভারতের মধ্যে আলাদা আইন তৈরী হয়েছে', তীব্র আক্রমণ সুকান্তর।Kangana On Chopra Case: 'চাইলেই এই আইন লাগু করা যায় ?' চোপড়াকাণ্ডে এবার কঙ্গনার প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Weather : হাত ধরেছে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা, দুইয়ের প্রভাবে তুমুল বৃষ্টি কলকাতায়?
হাত ধরেছে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা, দুইয়ের প্রভাবে তুমুল বৃষ্টি এই দিন থেকে
Petrol-Diesel Price Hike: মাসের শুরুতেই ধাক্কা ! দাম বাড়ল পেট্রোলের, কলকাতায় আজ কত হল লিটার ?
মাসের শুরুতেই ধাক্কা ! দাম বাড়ল পেট্রোলের, কলকাতায় আজ কত হল লিটার ?
Suryakumar Yadav: একটা ক্যাচেই ফিল্ডিং কোচ দিলীপের দাম বাড়িয়ে দিয়েছেন সূর্য, কী বললেন টি দিলীপ?
একটা ক্যাচেই ফিল্ডিং কোচ দিলীপের দাম বাড়িয়ে দিয়েছেন সূর্য, কী বললেন টি দিলীপ?
Chopra Case : 'নিগৃহীতা অসামাজিক কাজ করছিলেন' চোপড়ার ঘটনার পর বললেন তৃণমূল বিধায়ক
'নিগৃহীতা অসামাজিক কাজ করছিলেন' চোপড়ার ঘটনার পর বললেন তৃণমূল বিধায়ক
Rules Changed From July: পেট্রোল, গ্যাস সিলিন্ডারের দাম থেকে সিম কার্ডের নিয়মে পরিবর্তন, আজ বদলে গেল এই সাতটি বিষয়
পেট্রোল, গ্যাস সিলিন্ডারের দাম থেকে সিম কার্ডের নিয়মে পরিবর্তন, আজ বদলে গেল এই সাতটি বিষয়
LPG Price Reduced: দাম কমল রান্নার গ্যাসের, আরও ৩০ টাকা সস্তা হল সিলিন্ডার, আপনার শহরে এলপিজির দাম কত হল ?
দাম কমল রান্নার গ্যাসের, আরও ৩০ টাকা সস্তা হল সিলিন্ডার, আপনার শহরে এলপিজির দাম কত হল ?
West Bengal Rain Update : আজ ৬ জেলায় বৃষ্টির কমলা ও হলুদ সতর্কতা, বড় খবর দিল আবহাওয়া দফতর
আজ ৬ জেলায় বৃষ্টির কমলা ও হলুদ সতর্কতা, বড় খবর দিল আবহাওয়া দফতর
Bharatiya Nyaya Sanhita : দেশে নতুন আইন চালু, ভারতীয় ন্যায় সংহিতার আওতায় দায়ের হল প্রথম FIR, কার বিরুদ্ধে ?
দেশে নতুন আইন চালু, ভারতীয় ন্যায় সংহিতার আওতায় দায়ের হল প্রথম FIR, কার বিরুদ্ধে ?
Embed widget