এক্সপ্লোর

Sports Highlights: ভারতের হার, অস্ট্রেলিয়ান ওপেনে নাগালের স্বপ্নভঙ্গ, এক নজরে খেলার সব খবর

Top Sports News: খেলার সারদিনের সেরা খবরগুলি এক নজরে।

কলকাতা:

ভারতের হার

অস্ট্রেলিয়ার পর উজ়বেকিস্তানের বিরুদ্ধেও হাতে লাগল হতাশাই। উজ়বেকদের (IND vs UZB) কাছে ০-৩ গোলে পরাজিত হতে হল ভারতীয় ফুটবল দলকে (Indian Football Team)। একাধিক গোলের সুযোগ তৈরি করেও সুনীল ছেত্রীরা তা কাজে লাগাতে ব্যর্থ। মন্দের ভাল বলতে ভারতীয় দল দ্বিতীয়ার্ধে উজ়বেকিস্তানের আক্রমণকে প্রতিহত করতে সক্ষম হয়। তিন গোলই প্রথমার্ধে হজম করতে হয় ভারতীয় দলকে। 

নাগালের স্বপ্নভঙ্গ

আলেকজান্ডার বুবলিককে অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2024) প্রথম রাউন্ডে হারিয়ে সকলের নজর কেড়েছিলেন সুমিত নাগাল (Sumit Nagal)। তবে তাঁর স্বপ্নের দৌড় দ্বিতীয় রাউন্ডেই থেমে গেল। চিনের তরুণ তারকা শ্যাঙ জুনচেঙ্গের বিরুদ্ধে চার সেটের লড়াইয়ে দুই ঘণ্টা ৫০ মিনিটের ম্যাচে পরাজিত হতে হল ভারতের এক নম্বর সিঙ্গেলস টেনিস তারকাকে। ম্যাচের প্রথম সেট দাপুটে মেজাজে জিতে নিলেও শেষরক্ষা হল না। চিনের টিনএজ তারকার বিরুদ্ধে নাগালের ম্যাচের স্কোরলাইন ৬-২, ৩-৬, ৫-৭, ৪-৬। 

নাইটদের প্রস্তুতি শুরু

কলকাতা নাইট রাইডার্স (KKR) যখন শেষবার আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হয়েছিল, করোন নামের কোনও রোগের কথা শোনেইনি আমজনতা। মার্কিন মুলুকের মসনদে বারাক ওবামা। ডোনাল্ড ট্রাম্পকে তখন রাজনীতির আঙিনায় নয়, বরং ডব্লিউ ডব্লিউ ই-র (ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট) রিংয়ে মাঝে মধ্যে দেখা যেত। মাঝে কেটে গিয়েছে দশ-দশটা বছর। আর দীর্ঘ এই এক দশক ট্রফির অপেক্ষায় হা পিত্যেশ করে বসে থেকেছেন নাইট ভক্তরা। ট্রফির দেখা মেলেনি। হাতে থেকে গিয়েছে শুধু পেনসিল।

দীর্ঘ এই অপেক্ষার অবসান ঘটাতে তৎপর কেকেআর কর্তৃপক্ষ। টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না কেকেআর টিম ম্যানেজমেন্ট। সেই মতো শুরু হয়ে গিয়েছে কেকেআরের অনুশীলনও। তবে ইডেন গার্ডেন্সে নয়, মুম্বইয়ে কেকেআরের অ্যাকাডেমিতে।

আইপিএলের সূচি এখনও ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সূত্র মারফত যা জানা যাচ্ছে, তাতে টুর্নামেন্ট শুরু হতে পারে ২৩ মার্চ। ২৯ মে হতে পারে টুর্নামেন্টের ফাইনাল। মাঝে রয়েছে দু’মাস সময়। আর এই সময়টাকেই কাজে লাগাতে উঠে পড়ে লেগেছে শাহরুখ খান-জুহি চাওলার দল।

মুম্বইয়ে কেকেআরের অ্যাকাডেমিতে জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে নাইট ক্রিকেটারদের। অন্যতম কোচ অভিষেক নায়ারের তত্ত্বাবধানে সেখানে প্র্যাক্টিস শুরু করে দিয়েছেন বরুণ চক্রবর্তী, গতবার আইপিএলে বল হাতে নজর কেড়ে নেওয়া স্পিনার সূয়াশ শর্মা, বিহারের ডানহাতি জোরে বোলার সাকিব হুসেনরা।

ইডেনে অভীক

'লক্ষ্মীদার পর থেকে আমরা আর ভাল মানের কোনও পেসার-অলরাউন্ডার পাইনি। ওর দুর্ঘটনা না ঘটলে বাংলা ক্রিকেট দল অনেক নিশ্চিন্ত থাকত,' বৃহস্পতিবার প্র্য়াক্টিসের শেষে ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে বলছিলেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwary)।

হেড কোচ লক্ষ্মীরতন শুক্ল (Laxmiratan Shukla) বলছিলেন, 'দুর্ঘটনার পর ও তো বাড়ি থেকেই বেরত না। আমি ওকে মাঠে ফিরিয়েছি। বাংলার প্র্যাক্টিসে আসতে বলেছিলাম। ওকে দেখলেই একটা ইতিবাচক মানসিকতা তৈরি হয়।'

যাঁকে নিয়ে কথা বলছিলেন বাংলার অধিনায়ক ও কোচ, তিনি ইডেন গার্ডেন্সে (Eden Gardens) প্রবেশ করলেন ১৪ বছর পর! তফাত বলতে, ১৪ বছর আগে এসেছিলেন ক্রিকেটার হিসাবে। বৃহস্পতিবার এলেন প্রাক্তনী হিসাবে। ১৪ বছর আগে মাঠে ঢুকেছিলেন পায়ে হেঁটে। এদিন ঢুকলেন হুইলচেয়ারে চেপে!

ধোনির প্রতারণার মামলা

তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন মহেন্দ্র সিংহ ধোনি। পাল্টা ধোনির বিরুদ্ধেও মানহানির মামলা করেছেন তাঁর বন্ধু মিহির দিবাকর (Mihir Diwakar & Anr v Mahendra Singh Dhoni & Ors)। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে ছিল যে মামলার শুনানি ছিল। দিল্লি হাইকোর্টের বিচারপতি জানালেন, ফোন বা ই-মেল মারফত ধোনিকে জানানো হোক যে, তাঁর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। সেটাই সঠিক পন্থা হবে বলেও জানিয়েছে আদালত।

সূর্যর সফল অস্ত্রোপ্রচার

বেশ কিছু সময় ধরেই চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। তার উপর দীর্ঘদিন ধরে স্পোর্টস হার্নিয়ায় ভুগছিলেন ভারতীয় তারকা (Indian Cricket Team)। সেই রোগ সারাতে যে অস্ত্রোপ্রচার করাতে হবে, তা আগেই জানা গিয়েছিল। হার্নিয়ার জন্য তাঁর কুঁচকির অস্ত্রোপ্রচার সম্পূর্ণ হয়েছে। সূর্য নিজেই অস্ত্রোপ্রচারের কথা জানান।

জার্মানির মিউনিখে নিজের অস্ত্রোপ্রচার করানোর জন্য উড়ে গিয়েছিলেন সূর্য। খবর অনুযায়ী গতকাল, ১৭ জানুয়ারি বুুধবারই সূর্যকুমারের অস্ত্রোপ্রচার করা হয়। গোড়ালির চোটের পর এই হার্নিয়ার জেরে অল্প সময়ের ব্যবধানেই এই নিয়ে দ্বিতীয় অস্ত্রোপ্রচার হল সূর্যর। অস্ত্রোপ্রচারের পর সকলকে ধন্যবাদ জানিয়ে নিজেই হাসিমুখে নিজের এক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সূর্য লেখেন, 'অস্ত্রোপ্রচার সম্পন্ন হয়েছে। সকলে আমার স্বাস্থ্যের জন্য যে উদ্বেগ দেখিয়েছে, সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আপনাদের এও জানাতে চাই যে আমি দ্রুতই ফিরতে চলেছি।'

সচিনের অভিযোগের ভিত্তিতে মামলা

সাম্প্রতিক সময়ে বারংবার ডিপফেকের (Deep Fake) শিকার হয়েছেন তারকারা। দীপিকা পাডুকোন, আলিয়া ভট্ট, ক্যাটরিনা কাইফ, রশ্মিকা মান্দানার মতো বলিউডের এক ঝাঁক তারকাকে ডিপফেক ভিডিওর শিকার হতে হয়েছিল। ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar) সেই তালিকা থেকে বাদ পড়েননি। সেই দিনকয়েক আগেই একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন সচিন। এবার সচিনের তরফে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করল মুম্বই পুলিশ (Mumbai Police)।

একটি গেমিং ওয়েবসাইটের প্রচারে সম্প্রতি সচিনকে দেখা গিয়েছে। অ্যাপটির নাম স্কাইওয়ার্ড অ্যাভিয়েটর কোয়েস্ট (Skyward Aviator Quest)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই অ্যাপ। ভিডিওতে সচিন ও তাঁর কণ্যা সারা কীভাবে সেই অ্যাপ ব্যবহার করে অর্থ উপার্জন করেছেন, সেই বিবরণ দিতে দেখা যায়। তবে সচিন আগেই জানিয়েছিলেন, সেটি মোটেও তিনি নন। ডিপফেক প্রযুক্তির সাহায্যে অবিকল সচিনের ছবি ও গলার আওয়াজ নকল করে বেইআইনিভাবে নিজেদের অ্যাপ প্রমোট করে ওই সংস্থা। 

এই সংস্থার মালিক ঠিক কে, তা এখনও জানা না গেলেও, মুম্বইয়ের পশ্চিম শাখার সাইবার সেল বিভাগে এক মামলা রুজু করা হয়েছে। সচিনের ব্যক্তিগত সহায়ক রমেশ পার্ধে সচিনের তরফে পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানানো হয় যে সচিনের পুরনো এক ইউটিউব ভিডিও থেকে নকল করে স্কাইওয়ার্ড অ্যাভিয়েটর কোয়েস্ট নিজেদের প্রচার ভিডিওটি বানিয়েছে। আইটির অ্যাক্টের ধারা ৬৬ এবং আইপিসি অ্যাক্টের ধারা ৫০০-র মারফত অভিযোগ দায়ের করা হয়েছে।

বোপান্নার জয়

বয়স বহুদিন আগেই ৪০ পেরিয়েছে। তাও এখনও গ্র্যান্ড স্ল্যামে ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন ভারতের টেনিস তারকা রোহন বোপান্না (Rohan Bopanna)। বছরের শুরুতে অস্ট্রলিয়ান ওপেনের (Australian Open 2024) শুরুটাও তিনি জয় দিয়েই করলেন। ডাবলসের প্রথম রাউন্ডে ম্যাথিউ এবডেনের (Matthew Ebden) সঙ্গে জুটি বেঁধে তিন সেটের লড়াইয়ের পর দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন বোপান্নারা। ম্যাচের স্কোর বোপান্নাদের পক্ষে ৭-৬ (৫), ৪-৬, ৭-৬ (১০-২)। তাঁরা অস্ট্রেলিয়ান জুটি জেমস ডাকওয়ার্থ এবং মার্ক পোলমান্সকে হারালেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: অর্থাভাবে অনুশীলন বন্ধর উপক্রম থেকে অস্ট্রেলিয়ান ওপেনে নজির, কোহলির সুবাদেই ঘুরে দাঁড়ান নাগাল! 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Kolkata Accident News: মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল ছাত্রকে পিষে দিল জেসিবি, ঘটনাস্থলেই মৃত্যু
মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল ছাত্রকে পিষে দিল জেসিবি, ঘটনাস্থলেই মৃত্যু
RG Kar News: 'তিলোত্তমা যেদিন বিচার পাবে, সেদিন উৎসব হবে', মাঝরাতে রাস্তায় নেমে বলছেন আন্দোলনকারীরা
'তিলোত্তমা যেদিন বিচার পাবে, সেদিন উৎসব হবে', মাঝরাতে রাস্তায় নেমে বলছেন আন্দোলনকারীরা
RG Kar News: শহর থেকে শহরতলি, মহালয়ার ভোরে ঢাকের বোলে, শঙ্খে-স্লোগানে বিচার চেয়ে প্রতিবাদ সারা বাংলায়
শহর থেকে শহরতলি, মহালয়ার ভোরে ঢাকের বোলে, শঙ্খে-স্লোগানে বিচার চেয়ে প্রতিবাদ সারা বাংলায়
RG Kar News: 'বুঝতেই পারিনি RG কর হাসপাতাল রাক্ষসের একটা জায়গা', ফের ডুকরে উঠলেন নির্যাতিতার বাবা
'বুঝতেই পারিনি RG কর হাসপাতাল রাক্ষসের একটা জায়গা', ফের ডুকরে উঠলেন নির্যাতিতার বাবা
Advertisement
ABP Premium

ভিডিও

Student Death: স্কুলছাত্রকে মারল পে লোডার, পুলিশকে ঘিরে বিক্ষোভ। ABP Ananda LiveRG Kar Doctors Protest: বিচারের দাবিতে রাত দখল, ভোর দখলের পর মহালয়ায় মহামিছিল | ABP AnandaMahalaya 2024: আজ মহালয়া, আর জি কর-কাণ্ডের আবহে তর্পণেও মিশে গেল প্রতিবাদ। ABP Ananda LivePune Helicopter Crash:মহারাষ্ট্রের পুণেতে হেলিকপ্টার দুর্ঘটনা, ৩ জনের মৃত্যু। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Accident News: মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল ছাত্রকে পিষে দিল জেসিবি, ঘটনাস্থলেই মৃত্যু
মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল ছাত্রকে পিষে দিল জেসিবি, ঘটনাস্থলেই মৃত্যু
RG Kar News: 'তিলোত্তমা যেদিন বিচার পাবে, সেদিন উৎসব হবে', মাঝরাতে রাস্তায় নেমে বলছেন আন্দোলনকারীরা
'তিলোত্তমা যেদিন বিচার পাবে, সেদিন উৎসব হবে', মাঝরাতে রাস্তায় নেমে বলছেন আন্দোলনকারীরা
RG Kar News: শহর থেকে শহরতলি, মহালয়ার ভোরে ঢাকের বোলে, শঙ্খে-স্লোগানে বিচার চেয়ে প্রতিবাদ সারা বাংলায়
শহর থেকে শহরতলি, মহালয়ার ভোরে ঢাকের বোলে, শঙ্খে-স্লোগানে বিচার চেয়ে প্রতিবাদ সারা বাংলায়
RG Kar News: 'বুঝতেই পারিনি RG কর হাসপাতাল রাক্ষসের একটা জায়গা', ফের ডুকরে উঠলেন নির্যাতিতার বাবা
'বুঝতেই পারিনি RG কর হাসপাতাল রাক্ষসের একটা জায়গা', ফের ডুকরে উঠলেন নির্যাতিতার বাবা
India vs Bangladesh Live: বাংলাদেশকে হেলায় হারিয়ে সিরিজ জয় ভারতের, ব্যাটিং-বোলিংয়ে ঝোড়ো পারফরম্যান্স রোহিত ব্রিগেডের
বাংলাদেশকে হেলায় হারিয়ে সিরিজ জয় ভারতের, ব্যাটিং-বোলিংয়ে ঝোড়ো পারফরম্যান্স রোহিত ব্রিগেডের
Kakdwip Accident: গঙ্গাসাগরে তর্পণ করতে যাওয়ার পথে দুর্ঘটনা, জখম কমপক্ষে ১০
গঙ্গাসাগরে তর্পণ করতে যাওয়ার পথে দুর্ঘটনা, জখম কমপক্ষে ১০
Pune Helicopter Crash: পুনের কাছে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৩
পুনের কাছে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৩
গান্ধী জয়ন্তীতে পেট্রোল ডিজেলের দামে বড় বদল, আজ সকালে তেল ভরালে কী দামে পাবেন ?
গান্ধী জয়ন্তীতে পেট্রোল ডিজেলের দামে বড় বদল, আজ সকালে তেল ভরালে কী দামে পাবেন ?
Embed widget