Sports Highlights: বৃষ্টিতে ভেস্তে গেল ভারতের ম্যাচ, বরখাস্ত ভারতীয় নির্বাচক কমিটি, খেলার সব খবর এক নজরে
Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি এক নজরে।
কলকাতা: বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ, বিশ্বকাপ ব্যর্থতার পর বরখাস্ত ভারতীয় নির্বাচক কমিটি। এক নজরে সারাদিনের খেলার সব খবর।
ভেস্তে গেল ম্যাচ
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেই দুই দল টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন। তারপর আজ প্রথম টি-টোয়েন্টিতে (IND vs NZ 1st T20I) মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত (Team India) ও নিউজিল্যান্ডের (New Zealand Cricket Team)। দুই দলই বিশ্বকাপের হতাশা কাটিয়ে নতুন শুরুর আশায় ছিল। তবে তা আজ অন্তত সম্ভব হল না। ওয়েলিংটনে প্রবল বৃষ্টির জেরে এক বলও খেলা হওয়ার আগেই ভেস্তে গেল তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
ভারতীয় সময় অনুযায়ী ১২টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির ফলে ম্যাচের টস পর্যন্ত আয়োজন করা সম্ভব হয়নি। বৃষ্টি মাঝে হালকা কমলেও, ফের তার প্রভাব বাড়ে। উপরন্তু রাতের ম্যাচ হওয়ায় বৃষ্টি থামলেও, দ্রুত মাঠ শুকিয়ে খেলা শুরু করা সম্ভবপর হত না। সেই কারণেই শেষমেশ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল। এরপর ২০ নভেম্বর, রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন হওয়ার কথা কেন উইলিয়ামসনের শহর মাউন্ট মাঙ্গানুইতে। সেই ম্যাচে ভাল আবহওয়ার আশা করবেন দুই দলের সমর্থক থেকে খেলোয়াড়রা, সকলেই।
বরখাস্ত নির্বাচক কমিটি
চেতন শর্মা নেতৃত্বাধীন (Chetan Sharma-led) জাতীয় নির্বাচক কমিটিকে (National Selection Committee) (সিনিয়র) বাতিল ঘোষণা করল বিসিসিআই। শুধু তা-ই নয়, জাতীয় নির্বাচকের পদের জন্য ট্যুইটারে আবেদনপত্রও আহ্বান করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এক বিবৃতিতে বিসিসিআইয়ের তরফে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জাতীয় নির্বাচক (সিনিয়র) পদের জন্য আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানাচ্ছে।
অ্যাম্বাসাডর পিয়ার্স
১৮ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ২৫ কিলোমিটার ম্যারাথানের (Kolkata 25K 2022) সপ্তম পর্ব। এই আন্তর্জাতিক স্তরের রোড রেসের আন্তর্জাতিক দূত বা অ্যাম্বাসাডর হলেন দুইবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন, প্রাক্তন টেনিস খেলোয়াড় মেরি পিয়ার্স (Mary Pierce)। শুক্রবারই এই ম্যারাথনের উদ্যোক্তাদের তরফে মেরি পিয়ার্সের নাম দূত হিসাবে ঘোষণা করা হয়।
সৌরভের আবেদন
নেতা হিসাবে তাঁর দক্ষতা সকলের জানা। ভারতীয় দলের অধিনায়কত্ব থেকে বিসিসিআই সভাপতির আসন, সবটাই অবলীলায় সামাল দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এবার নতুন ভূমিকায় সৌরভ। ছোটদের হয়ে এবার ব্যাট ধরলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। পড়াশোনার পাশাপাশি খেলাধুলোকেও ছোটদের শিক্ষার অঙ্গ হিসাবে যোগ করার আবেদন দাদার।
১৪ নভেম্বর ছিল জাতীয় শিশু দিবস এবং আর দিন দু'য়েক পরেই পালিত হবে আন্তর্জাতিক শিশু দিবস (International Children's Day)। সেই উপলক্ষ্যেই ইউনিসেফের (UNICEF) সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছোটদের হয়ে মাঠে নেমেছেন সৌরভ। তাঁর মতে খেলাধুলো অনেক কিছু শেখায়, যা জীবনের নানা সময়ে সকলেরই কাজে লাগে। ইউনিসেফের হয়ে এক ভিডিও বার্তায় সৌরভ বলেন, 'ছোটদের তরফে আমি অনুরোধ করছি যাতে সকলেই খেলার সুযোগ পায় এবং খেলাধুলোকে যেন তাদের স্কুলের শিক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ হিসাবে যোগ করা হয়।' সৌরভের এই ভিডিও বার্তা ইউনিসেফের বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমেও শেয়ার করা হয়েছে।
বিশ্বকাপে ধনকড়
আর দিন দু'য়েক পরেই শুরু হয়ে যাবে ফিফা ফুটবল বিশ্বকাপ। তার আগে কালই অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ভারতের উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়।
আরও পড়ুন: বৃষ্টিতে ক্রিকেট বন্ধ তো কী, জমিয়ে ভলিবলে মজলেন দুই দলের তারকারা