এক্সপ্লোর

Sports Highlights: রাহুলের চোট, শাহবাজের দাপটে এগিয়ে বাংলা, এক নজরে খেলার সব খবর

Top Sports News: এক নজরে খেলার দুনিয়ার সেরা খবরগুলি।

কলকাতা: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগেরদিনই অনুশীলনে চোট পেলেন কেএল রাহুল। শাহবাজ আমেদের দাপটে হিমাচল প্রদেশের বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় বাংলা।

রাহুলের চোট

কাল, বৃহস্পতিবার থেকেই শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ (BAN vs IND 2nd Test)। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এই ম্যাচেও চোট না সারায় খেলতে পারবেন না। তাই রোহিতের অনুপস্থিতিতে কেএল রাহুলেরই (KL Rahul) টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করার কথা। তবে ম্যাচ শুরুর আগেরদিনই চাপ বাড়ল ভারতীয় দলের। অনুশীলনের সময় হাতে চোট পেলেন কেএল রাহুল।

অনুশীলনে রাহুলের বিরুদ্ধে বিক্রম রাঠৌরের (Vikram Rathour) থ্রো ডাউন দিচ্ছিলেন। তখনই একটি বল তাঁর হাতে লাগে। সঙ্গে সঙ্গেই ভারতীয় দলের মেডিক্যাল টিম রাহুলের চোট লাগা জায়গা পরীক্ষা করে তার চিকিৎসা শুরু করেন। ম্যাচের ঠিক আগেরদিনই রাহুলের হাতে চোট লাগায় তাঁর দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নামা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে রাহুলের চোট খুব একটা গুরুতর নয় বলেই জানান রাঠৌর। ভারতের ব্যাটিং কোচ সাংবাদিক সম্মেলেন বলেন, '(রাহুলের) চোট খুব একটা গুরুতর নয় বলেই মনে হচ্ছে। ও ঠিকই আছে। ডাক্তাররা ওর চোটের দিকে নজর রাখছে বটে। তবে তেমন ও সুস্থ হয়ে যাবে বলেই মনে হচ্ছে।'

শাহবাজের ৫ উইকেট

প্রথম দিন অনুষ্টুপ মজুমদারের (Anustup Majumdar) চওড়া ব্যাট দলকে বিপন্মুক্ত করেছিল। ইডেনে দ্বিতীয় দিন বল হাতে ভেল্কি দেখালেন শাহবাজ আমেদ। সব মিলিয়ে হিমাচল প্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচের দ্বিতীয় দিনই বাংলা শিবিরে জয়ের স্বপ্ন।

৩১০/৯ স্কোরে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলা। ১৫৯ রান করে ক্রিজে ছিলেন অনুষ্টুপ। বুধবার দিনের দ্বিতীয় বলেই এলবিডব্লিউ হয়ে যান অনুষ্টুপ। আগের দিনের স্কোরেই। বাংলাও আগের দিনের স্কোরেই প্রথম ইনিংস শেষ করে।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে হিমাচল প্রদেশ। মাত্র ৫ রান করে ফিরে যান ওপেনার রাঘব ধবন। একমাত্র প্রশান্ত চোপড়া ৭১ রান করে পাল্টা লড়াই চালান। শাহবাজ ৫ উইকেট নেন। ১৩ ওভারে মাত্র ৩২ রান খরচ করে। ১৩০ রানে অল আউট হয়ে যায় হিমাচল প্রদেশ। ৪৬.৫ ওভারে শেষ হয়ে যায় হিমাচল প্রদেশ। ২টি করে উইকেট ঈশান পোড়েল ও আকাশ দীপের। পেসার অলরাউন্ডার সায়নশেখর মণ্ডল ১ উইকেট নেন।     

বরখাস্ত হচ্ছেন রামিজ?

১৪ মাস আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন রামিজ রাজা (Ramiz Raja)। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাকিস্তান দল (Pakistan Cricket Team) ৩-০ হোয়াইটওয়াশ হওয়ার পরেই চাকরি যাচ্ছে রামিজের। খবর অনুযায়ী, বুধবারই (২১ ডিসেম্বর) পিসিবির চেয়ারম্যান পদ থেকে রামিজ রাজাকে বরখাস্ত করা হয়েছে। 

গত বছরের সেপ্টেম্বর মাসে পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক রামিজ। তারপর থেকে পাকিস্তানে ক্রিকেট ফেরানোর জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন তিনি। রামিজের সময়কালে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলি পাকিস্তান সফরে যায়। রামিজের সময়কালেই পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে পৌঁছেছিল। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে দলের সিরিজ হারের পরেই চাকরি হারাচ্ছেন রামিজ। প্রসঙ্গত, পাকিস্তান সরকার দেশের ক্রিকেট বোর্ডকে সরাসরি নিয়ন্ত্রণ করে।

পিসিবির তরফে দেশের প্রধানমন্ত্রীকেই ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের জন্য প্রার্থী মনোনয়নের সুযোগ দেওয়া হয়। প্রধামন্ত্রীর মনোনীত প্রার্থীদের মধ্যেই একজনকে চেয়ারম্যান নিয়োগ করা হয়। খবর অনুযায়ী, পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শেরিফের সম্মতি নিয়েই রামিজ রাজা পরবর্তী পিসিবি চেয়ারম্যান হতে চলেছেন নাজম শেঠি। শোনা যাচ্ছে পিসিবির একাংশ রামিজ রাজার কাজের ধরন নিয়ে একেবারেই সন্তুষ্ট ছিলেন না এবং অনেকেই ঘরের মাঠে পরপর দুই টেস্ট সিরিজ হারাটাও (অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বিরুদ্ধে) মেনে নিতে পারেননি। এর ফলেই রামিজের চাকরি গেল।

অনুশীলনে নামলেন এমবাপে

পরপর দুই বিশ্বকাপ (Fifa World Cup) জিতে ইতিহাসে নাম লেখানোর সুযোগ ছিল তাঁর সামনে। পারেননি কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)।

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্তিনার কাছে হারতে হয়েছে ফ্রান্সকে। দুরন্ত লড়াই করে শেষ পর্যন্ত টাইব্রেকারে গিয়েও শেষরক্ষা করতে পারেনি ফ্রান্স। ফাইনালে কার্যত একার কাঁধে ফ্রান্সকে টেনে নিয়ে যান কিলিয়ান এমবাপে। এমনকী, ফাইনাল ম্যাচে হ্যাটট্রিকও করেন তিনি। লড়াই করেও শিরোপা না জেতার হতাশাকে সঙ্গী করেই দেশে ফিরেছেন এমবাপে। তবে বিশ্বকাপ হারের হতাশাকে দূরে সরিয়ে রেখে অনুশীলনে ফিরলেন ফরাসি তারকা।

বিশ্বকাপ ফাইনালে হারের তিন দিনের মাথাতেই তাঁর ক্লাব প্য়ারিস সঁ জরমঁ-র হয়ে অনুশীলনে ফিরলেন তিনি। পিএসজির সমস্ত ফুটবলারকেই ১০ দিনের ছুটি দেওয়া হয়েছে। তা সত্ত্বেও ক্লাব চত্বরে উপস্থিত হয়েছিলেন এমবাপে। যদিও তাঁর চোখেমুখে ক্লান্তি, হতাশার ছাপ স্পষ্ট ছিল। পিএসজির তরফে একটি ছবি ট্যুইট করা হয়। ক্যাপশনে লেখা হয় ‘ক্লাবে অনুশীলনে ফিরেছেন কিলিয়ান এমবাপে’।

রাহানের দ্বিশতরান

বর্তমানে অজিঙ্ক রাহানে ভারতীয় টেস্ট দলের ধারেকাছেও নেই। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সও তাঁকে আসন্ন মরসুমের জন্য ধরে রাখেনি। তবে আইপিএল নিলামের ঠিক আগেই ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে জ্বলে উঠলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2022-23) হায়দরাবাদের বিরুদ্ধে (Mumbai vs Hyderabad) গ্রুপ 'বি'-র ম্যাচে দুর্দান্ত দ্বিশতরান করলেন মুম্বইয়ের অধিনায়ক। ২৬১ বলে ২০৪ রানের ইনিংস খেলেন অজিঙ্ক রাহানে।

রাহানের নিজের ইনিংসে ২৬টি চার ও তিনটি ছক্কা হাঁকান। তবে শুধু রাহানে নন, এই ম্যাচে মুম্বইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেছেন যশস্বী জয়সবাল ও সরফরাজ খানও। উভয়েই শতরান হাঁকান। যশস্বী ১৯৫ বলে ১৬২ রানের ইনিংস খেলেন। সরফরাজ করেন ১২৬ রান। সকল মুম্বই ব্যাটাররাই দুরন্ত গতিতে রান করেন। তবে সবথেকে দ্রুত গতিতে রান করেন সূর্যকুমার যাদব। তিনি ১০০-র অধিক স্ট্রাইক রেটে রান করেন। তবে অল্পের জন্য শতরান হাতছাড়া করেন তিনি। ৮০ বলে ৯০ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন সূর্য।

অবশ্য মুম্বইয়ের আরেক তারকা ওপেনার পৃথ্বী শ রান পাননি। মাত্র ১৯ রানেই সাজঘরে ফেরেন তিনি। মুন্বই ছয় উইকেটের বিনিময়ে মোট ৬৫১ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে হায়দরাবাদ বেশ চাপেই। ইতিমধ্যেই ১৭৩ রানে ছয় উইকেট হারিয়ে ফেলেছে হায়দরাবাদ। রোহিত রায়াডু হায়দরাবাদের হয়ে সর্বাধিক ৭২ রান করেছেন। তিনি এখনও অপরাজিত রয়েছেন। ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁর দিকেই তাকিয়ে হায়দরাবাদ দল। মুম্বইয়ের হয়ে শামস মুলানি সর্বাধিক পাঁচ উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙার সুযোগ পূজারার সামনে

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Kolkata Air Pollution: এবার দিল্লির সঙ্গে পাল্লা কলকাতার, শহরে দূষণের মাত্রা নিয়ে বাড়ছে শঙ্কা
এবার দিল্লির সঙ্গে পাল্লা কলকাতার, শহরে দূষণের মাত্রা নিয়ে বাড়ছে শঙ্কা
Sera Bangali 2024 :কোনও পার্টিই নারী-নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি, মানুষ বিকল্প চাইছে, বললেন 'সেরার সেরা বাঙালি' রিমঝিম সিনহা
কোনও পার্টিই নারী-নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি, মানুষ বিকল্প চাইছে, বললেন 'সেরার সেরা বাঙালি' রিমঝিম সিনহা
Mamata Banerjee: শিরোনামে মন্দারমনির হোটেল, কোন নির্দেশে স্তম্ভিত মুখ্যমন্ত্রী
শিরোনামে মন্দারমনির হোটেল, কোন নির্দেশে স্তম্ভিত মুখ্যমন্ত্রী
Weather Update :    ১৫ ডিগ্রির নিচে পারদ ৪ জেলায়, কলকাতায় এবার ভয়ঙ্কর শীতের কামড়? বড় খবর দিল আবহাওয়া দফতর
১৫ ডিগ্রির নিচে পারদ ৪ জেলায়, কলকাতায় এবার ভয়ঙ্কর শীতের কামড়? বড় খবর দিল আবহাওয়া দফতর
Advertisement
ABP Premium

ভিডিও

Hooghly News : হুগলি-চুঁচুড়া পুরসভায় ফের অচলাবস্থা, বকেয়া বেতনের দাবিতে আন্দোলনTMC News : গুলশন কলোনিতে জমির বেআইনি কারবারের অভিযোগ মহম্মদ জুলকার নাইন আলির বিরুদ্ধেFirhad Hakim 'মমতা বন্দ্যোপাধ্যায় বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং দিচ্ছেন', হুঙ্কার ফিরহাদেরMamata Banerjee : প্রয়াত মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা, অভিনেত্রীর বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Air Pollution: এবার দিল্লির সঙ্গে পাল্লা কলকাতার, শহরে দূষণের মাত্রা নিয়ে বাড়ছে শঙ্কা
এবার দিল্লির সঙ্গে পাল্লা কলকাতার, শহরে দূষণের মাত্রা নিয়ে বাড়ছে শঙ্কা
Sera Bangali 2024 :কোনও পার্টিই নারী-নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি, মানুষ বিকল্প চাইছে, বললেন 'সেরার সেরা বাঙালি' রিমঝিম সিনহা
কোনও পার্টিই নারী-নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি, মানুষ বিকল্প চাইছে, বললেন 'সেরার সেরা বাঙালি' রিমঝিম সিনহা
Mamata Banerjee: শিরোনামে মন্দারমনির হোটেল, কোন নির্দেশে স্তম্ভিত মুখ্যমন্ত্রী
শিরোনামে মন্দারমনির হোটেল, কোন নির্দেশে স্তম্ভিত মুখ্যমন্ত্রী
Weather Update :    ১৫ ডিগ্রির নিচে পারদ ৪ জেলায়, কলকাতায় এবার ভয়ঙ্কর শীতের কামড়? বড় খবর দিল আবহাওয়া দফতর
১৫ ডিগ্রির নিচে পারদ ৪ জেলায়, কলকাতায় এবার ভয়ঙ্কর শীতের কামড়? বড় খবর দিল আবহাওয়া দফতর
Kalyan Banerjee :  থ্রেট কালচারে অভিযুক্তদের পাশে দাঁড়িয়ে TMCP প্রেসিডেন্টকে বেলাগাম আক্রমণ কল্যাণের
থ্রেট কালচারে অভিযুক্তদের পাশে দাঁড়িয়ে TMCP প্রেসিডেন্টকে বেলাগাম আক্রমণ কল্যাণের
Hooghly News: হুগলি-চুঁচুড়া পুরসভায় ফের অচলাবস্থা, বকেয়া বেতনের দাবিতে আন্দোলন
হুগলি-চুঁচুড়া পুরসভায় ফের অচলাবস্থা, বকেয়া বেতনের দাবিতে আন্দোলন
West Bengal News Live : অপরিণত ভ্রুণ হাসপাতালের শৌচাগার থেকে তুলে নিয়ে গেল কুকুর!
অপরিণত ভ্রুণ হাসপাতালের শৌচাগার থেকে তুলে নিয়ে গেল কুকুর!
Aishwarya-Abhishek Marriage: অমিতাভের জন্মদিনেও ব্রাত্য ঐশ্বর্যা? বাদ গেলেন জামাতাও, বচ্চন পরিবারের সমীকরণ নিয়ে বাড়ল জল্পনা
অমিতাভের জন্মদিনেও ব্রাত্য ঐশ্বর্যা? বাদ গেলেন জামাতাও, বচ্চন পরিবারের সমীকরণ নিয়ে বাড়ল জল্পনা
Embed widget