SRH vs RR LIVE Score: ৭২ রানে দুরন্ত জয় ছিনিয়ে নিল রাজস্থান
SRH vs RR IPL 2023 LIVE Score Updates: মুখোমুখি সাক্ষাৎকারে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস উভয় দলই আটটি করে ম্যাচ জিতেছে।
LIVE
Background
হায়দরাবাদ: আইপিএলের চতুর্থ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস(Sunrisers Hyderabad vs Rajasthan Royals)। আইপিএলের (IPL 2023) প্রথম মরসুমেই প্রয়াত শেন ওয়ার্নের নেতৃত্বে খেতাব ঘরে তুলেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু এরপর থেকে ১৫ বছরে একবারও চ্যাম্পিয়ন হতে পারেননি দলটি। টুর্নামেন্টের ইতিহাসে ৫ বার প্লে অফে উঠেছে তারা। গত বারের রানার্স আপও। কিন্তু বারবার তীরে এসে তরী ডুবেছে রাজস্থানের। আইপিএলে মোট ১৯৫টি ম্যাচ খেলে ৯৬ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান। ৯৪ ম্যাচে হারতে হয়েছে তাদের। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ ডেকান চার্জাস নাম যখন ছিল, তখন একবার ২০০৯ সালে খেতাব জেতে। এরপর ২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে ফের চ্যাম্পিয়ন হয় তাঁরা।
সানরাইজার্স হায়দরাবাদ তাঁদের ঘরের মাঠ রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলতে নামবে রাজস্থানের বিরুদ্ধে। প্রথম ম্যাচে এইডেন মারক্রাম না থাকায় ভুবনেশ্বর কুমার হায়দরাবাদ দলকে নেতৃত্বে দেবেন। সানরাইজার্স হায়দরাবাদের সবচেয়ে বড় শক্তি দলের পেস বোলিং আক্রমণ। রয়েছেন তরুণ তুর্কি উমরন মালিক ও অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার। ঘণ্টায় দেড়শো কিলোমিটারেরও বেশি গতিতে নিয়মিতভাবে বল করেন উমরন। জম্মু-কাশ্মীরের পেসারকে দেখে মুগ্ধ ডেল স্টেন, শোয়েব আখতারের মতো বিশ্বের তাবড় প্রাক্তন ফাস্টবোলাররা। গত আইপিএলে ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন ডানহাতি পেসার।
ব্যাটিংয়ে ভরসা রাহুল ত্রিপাঠির ফর্ম। গত আইপিএলে ১৪ ম্যাচে ৪১৩ রান করেছিলেন। তিন নম্বরে নামেন। গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪৪ বলে ৭৬ রান করে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। রাজস্থান শিবিরের ব্যাটিং বিভাগে জস বাটলার ও যশস্বী জয়সওয়াল জুটি ওপেনিংয়ে নামবেন। ২ জনেই মারকুটে ব্যাটার। আইপিএলে ৮২ ম্যাচে ২৮৩১ রান করেছেন বাটলার। স্ট্রাইক রেট ১৪৯। অধিনায়ক সঞ্জু স্যামসন আইপিএলে ১৩৮ ম্যাচে ৩৫২৬ রান ঝুলিতে পুরেছেন। তাঁর ঝুলিতেও ১৭টি অর্ধশতরান ও ৩টি শতরান রয়েছে। টপ অর্ডারের এই তিন ব্যাটার প্রতিপক্ষের সামনে বারবার চাপ তৈরি করতে ওস্তাদ।
খোমুখি সাক্ষাৎকারে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস উভয় দলই আটটি করে ম্যাচ জিতেছে। এই ম্যাচে কে জিতবেন এবার সেটাই দেখার।
SRH vs RR Score Updates: ৭২ রানে জয় রাজস্থানের
৭২ রানে হেরে গেল সানরাইজার্স হায়দরাবাদ।
SRH vs RR Score Live: পঞ্চম উইকেটের পতন
পরপর উইকেট হারাচ্ছে সানরাইজার্স।
SRH vs RR Score Updates: ৩ উইকেট হারাল হায়দরাবাদ
হায়দরাবাদের তৃতীয় উইকেটের পতন।
SRH vs RR Score Live: হায়দরাবাদের ২ উইকেটের পতন
ব্যাট করতে নেমেই ২ উইকেট হারাল সানরাইজার্স। ফিরলেন অভিষেক ও ত্রিপাঠী।
SRH vs RR Score Updates: ২০ ওভারে ২০৩ রান বোর্ডে তুলল রাজস্থান
নির্ধারিত ২০ ওভারে ২০৩ রান বোর্ডে তুলে নিল রাজস্থান রয়্যালস।