এক্সপ্লোর
আনন্দ এল রাই-এর পরিচালনায় শাহরুখের পরবর্তী ছবি কবে আসছে বড়পর্দায়?

মুম্বই: কিং খানের পরবর্তী ছবি নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতুহলের শেষ নেই। আনন্দ এল রাই-এর পরিচালনায় এই ছবিতে বামনের চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। সম্প্রতি এই ছবি নিয়ে বেশ কিছু কথা শোনা গিয়েছে স্বয়ং এসআরকে-র মুখ থেকে। তবে ছবির নাম নিয়ে এখনও মুখ খোলেনি গোটা টিম। শাহরুখ টুইটারে জানিয়েছেন, সিনেমার নামটা খুবই মিষ্টি। তবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে।
This one is most special to all of us. And the title is too sweet. Wait for it.
https://t.co/MTRAVuUGFy
— Shah Rukh Khan (@iamsrk) August 30, 2016
তবে ছবি প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়েছে প্রডাকশন হাউস। রেড চিলিস্ এন্টারটেইনমেন্ট তাদের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, ২০১৮-র ২১ ডিসেম্বর মুক্তি পাবে শাহরুখ অভিনীত এই ছবি। ছবির নামও শীঘ্রই জানানো হবে। Excited to announce our film with @aanandlrai & @iamsrk in association with @cypplOfficial.Releasing Dec 21, 2018.Title to be revealed soon!
— Red Chillies Ent. (@RedChilliesEnt) August 30, 2016
প্রসঙ্গত, ২০১৮-র ওই একই দিনে অর্থাত ২১ ডিসেম্বর মুক্তি পাবে আমির খানের পরবর্তী বড় প্রজেক্ট। তিনিও সম্প্রতি তা ঘোষণা করেছেন। ২০১৮-র বড়দিনে হাড্ডাহাডি লড়াই কিং খান ও মিস্টার পারফেকশনিস্টের। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















