Suryakumar Yadav New Car: সূর্যকুমার যাদবের নতুন গাড়ির দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য
Suryakumar Yadav: গত বছরই ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের আন্তর্জাতিক অভিষেকের পর সূর্যকুমারকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে আইসিসির ক্রমতালিকায় দুই নম্বর টি-টোয়েন্টি ব্যাটার।
মুম্বই: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে মহেন্দ্র সিংহ ধোনি, ক্রীড়াজগতের একাধিক ব্যক্তিত্বর গাড়ির প্রতি ভালবাসা সবাই জানেন। চার চাকাপ্রেমীদের তালিকায় সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নাম জুড়ে দেওয়াই যায়।
গাড়িপ্রেমী সূর্য
ভারতের তারকা ক্রিকেটার সূর্যকুমার বহু বছর নিজের আন্তর্জাতিক অভিষেকের জন্য অপেক্ষা করেছেন। অনেকের মতো তাঁর আরও আগে ভারতীয় দলে (Indian Cricket Team) সুযোগ পাওয়া উচিত ছিল। তবে অপেক্ষার ফল মিষ্টি হয়, এই প্রবাদবাক্য সকলেই শুনেছেন। সূর্যর ক্ষেত্রেও বিষয়টা অনেকটা তেমনই। গত বছরই ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের আন্তর্জাতিক অভিষেকের পর মুম্বইয়ের তারকাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। উত্তর উত্তর ভারতীয় দলেও তাঁর কাঁধ বৃদ্ধি পেয়েছে। তিনি বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে টিম ইন্ডিয়ার নিয়মিত সদস্য। আইসিসির ক্রমতালিকায় দুই নম্বর টি-টোয়েন্টি ব্যাটারও বটে।
View this post on Instagram
ক্রিকেটে উন্নতির পাশাপাশি উন্নতি ঘটছে গাড়িপ্রেমী সূর্যর গ্যারেজেরও। সাধারণত খুব বেশি জাঁকজমকপূর্ণ জীবন যাপন করেন না বলে মনে হলেও, সূর্যকুমারের গাড়ির সম্ভার কিন্ত তাক লাগিয়ে দেওয়ার মতো। তিনি মাঝে মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের প্রিয় গাড়িগুলির সঙ্গে ছবিও দেন। এবার সূর্যকুমারের গ্যারেজে আসতে চলেছে নতুন এক সদস্য। খবর অনুয়ায়ী ভারতীয় তারকা মিডল অর্ডার ব্যাটার পোর্শে ৯১১ টার্বো গাড়ি কিনেছেন।
গাড়ির দাম কত!
ভারতীয় ক্রিকেট তারকারা যে আর্থিক দিক থেকে যথেষ্ট স্বচ্ছল, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। তবে তা সত্ত্বেও সূর্যর এই নতুন গাড়ির দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। মুম্বইয়ে বিখ্যাত জার্মান গাড়ি প্রস্ততকারী সংস্থা এই গাড়িটির দাম ধার্য করেছে তিন কোটি ৬৪ লক্ষ টাকা। এই গাড়িতে ৩৭৪৫ সিসির ইঞ্জিন লাগানো রয়েছে। ১০টি ভিন্ন রঙে এই গাড়িটি পাওয়া যাচ্ছে। সূর্য অবশ্য সাদা রঙের প্রকারভেদই পছন্দ করেছেন। মোটের উপর বলাই বাহুল্য, মাঠ এবং মাঠের বাইরে উভয় জায়গাতেই সূর্য বর্তমানে মধ্যগগণে।
আরও পড়ুন: কবে শুরু হচ্ছে ভারত-জিম্বাবোয়ে সিরিজ, কারা সুযোগ পেলেন দলে? জানুন সম্পূর্ণ তথ্য