আগামী বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। গ্রুপ ১ এ চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড সেদিন নামবে গ্রুপ ২-তে দ্বিতীয় স্থান অধিকার করা নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আবুধাবিতে সেই ম্যাচ হবে। দ্বিতীয় সেমিফাইনালে গ্রুপ ২ চ্যাম্পিয়ন পাকিস্তান ও গ্রুপ ১ রানার্স অস্ট্রেলিয়া মুখোমুখি হবে আগামী ১১ নভেম্বর। ২ টো ম্যাচই হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে।
এদিকে, রবিবার স্বপ্নভঙ্গ হল বিরাট কোহলিদের (Virat Kohli)। কেন উইলিয়ামসনরা (Kane Williamson) ৮ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে দিতেই ভারতের সেমিফাইনালে যাওয়ার সবরকম সম্ভাবনার অন্তর্জলি যাত্রা সম্পন্ন। আশায় বুক বেঁধেছিল গোটা দেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার আফগানিস্তান গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারালে লাইফলাইন পেতেন বিরাট কোহলিরা। সেক্ষেত্রে সোমবার নামিবিয়াকে হারাতে পারলেই সেমিফাইনালের টিকিট পেয়ে যেত টিম ইন্ডিয়া।
কিন্তু তা হয়নি। নিউজিল্যান্ড সহজেই হারিয়ে দিয়েছে আফগানিস্তানকে। সেই ম্যাচের পরই নিশ্চিত হয়ে গিয়েছে যে, গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে ভারতকে। সোমবার নামিবিয়া ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে।