T20 WC, Ind vs NZ: ড্রেসিংরুমে শার্দুল-ঈশানের কাপল ড্যান্স ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়
T20 WC, Ind vs NZ: ২২ গজে বাইরে বেরিয়ে বিচে ভলিবলে মেতে উঠেছিলেন বিরাট, সূর্যকুমার, রোহিতরা। এবার যদিও খেলা নয়। নাচের তালে পা মেলালেন ভারতীয় ক্রিকেটাররা।
দুবাই: মাঠের লড়াই তো আছেই। কিন্তু তা বলে কী সারাক্ষণ ক্রিকেট নিয়ে চর্চা করা যায় নাকি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চাপ কমাতে ভারতীয় ক্রিকেট শিবিরকে ভলিবল খেলতে দেখা গিয়েছিল। ২২ গজে বাইরে বেরিয়ে বিচে ভলিবলে মেতে উঠেছিলেন বিরাট, সূর্যকুমার, রোহিতরা। এবার যদিও খেলা নয়। নাচের তালে পা মেলালেন ভারতীয় ক্রিকেটাররা। ভারতীয় দলের ২ ক্রিকেটার শার্দুল ঠাকুর ও ঈশান কিষাণকে দেখা গেল একসঙ্গে নাচ করতে। রোহিত শর্মার স্ত্রী রীতিকা একটি ভিডিও তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে বিরাট তাঁর মোবাইলে একটি গান চালিয়েছেন। সেই গানের তালেই পা মিলিয়েছেন ২ ভারতীয় ক্রিকেটার। একে অপরকে প্রেমিক-প্রেমিকার মতো জড়িয়ে ধরে কাপল ড্যান্স করছেন। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।
২০০৩ সালে শেষবার দক্ষিণ আফ্রিকার মাটিতে হওয়ার বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছিল ভারত। সেই দলের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেঞ্চুরিয়নে হওয়া সেই ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু এরপর থেকে আর জয় আসেনি কিউয়িদের বিরুদ্ধে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত ২ দলের সাক্ষাতে এগিয়ে নিউজিল্যান্ড। কোনওবার হারাতে পারেনি ভারত এই মঞ্চে কিউয়িদের। এছাড়াও সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখেও নিউজিল্য়ান্ড এগিয়ে। কারণ ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে ও এই বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারতে হয়েছে। ৫০ ওভারের বিশ্বকাপ ফর্ম্যাটে এখনও পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে ২ দল। তার মধ্যে ৭ বার জয় পেয়েছে ব্ল্যাক ক্যাপসরা। ৩ বার মাত্র জয় পেয়েছে ভারত। টি-টোয়েন্টি ফর্ম্যাটে মোট ১৬ বার ২ দল মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৮ বার নিউজিল্যান্ড জিতেছে। ৬ ম্যাচ টিম ইন্ডিয়া জয় পেয়েছে। ২ টো ম্যাচ টাই হয়েছে।
আরও পড়ুন: দল বুমরার ওপর অতিরিক্ত নির্ভরশীল? ওই তো বিশ্বের সেরা, বলছেন ক্যাপ্টেন কোহলি