T20 World Cup 2021: শুরুতেই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেললে সুবিধা ভারতের, বলছেন গম্ভীর
মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি। ২৪ অক্টোবর টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে বিরাট বাহিনী। প্রথম ম্যাচেই তাঁদের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
নয়াদিল্লি: মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি। ২৪ অক্টোবর টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে বিরাট বাহিনী। প্রথম ম্যাচেই তাঁদের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
জাতীয় দলের প্রাক্তন তারকা গৌতম গম্ভীরের মতে, শুরুতেই পাক যুদ্ধে নামতে হওয়ায় সুবিধা হবে ভারতের। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের সদস্য বলেছেন, '২০০৭ সালে আমাদের প্রথম ম্যাচ ছিল স্কটল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে গিয়েছিল। পরের ম্যাচ ছিল পাকিস্তানের বিরুদ্ধে। তাই বলা যেতে পারে পাকিস্তান ম্যাচই ছিল আমাদের প্রথম ম্যাচ। তখনই উপলব্ধি করেছিলাম যে, শুরুতে পাকিস্তানের বিরুদ্ধে খেলে ফেললে বাকি টুর্নামেন্টে অনেক বেশি মনোনিবেশ করা যায়। ম্যাচের ফল যাই হোক না কেন আমি খুব খুশি যে দুই দল শুরুতেই একে অন্যের মুখোমুখি হচ্ছে।'
আগামী ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ওমান ও আমিরশাহিতে চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সোমবারই জানানো হয়েছিল যে মঙ্গলবারই টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হবে। সেই মতো এদিন একটি ডিজিটাল শোয়ের মাধ্যমে এই টুর্নামেন্টের সূচি ঘোষিত হয়। উপস্থিত ছিলেন ইংল্য়ান্ডের প্রাক্তন মহিলা ক্রিকেটার ইশা গুহ, ভারতের ক্রিকেটার দীনেশ কার্তিক ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ড্যারেন স্যামি।
আটটি দল যোগ্যতা অর্জন পর্বে লড়াই করবে সুপার ১২ তে সুযোগ করে নেওয়ার জন্য। এই আটটি দেশকে ২টো ভাগে ভাগ করা হয়েছে। গ্রুপ এ তে রয়েছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া ও শ্রীলঙ্কা। গ্রুপ বি তে রয়েছে ওমান, পাপুয়া নিউগিনি, বাংলাদেশ ও স্কটল্যান্ড। প্রতিটি গ্রুপের প্রথম ২টি করে দল সুপার ১২ তে জায়গা করতে পারবে।
সুপার ১২ তে দ্বিতীয় গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। ২৪ তারিখ প্রথম ম্য়াচে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩১ অক্টোবর খেলতে নামবে বিরাট বাহিনী। ৩ নভেম্বর প্রতিপক্ষ আফগানিস্তান। বাকি দুটো জায়গায় গ্রুপ এ-র রানার্স আপ ও গ্রুপ বি-র বিজয়ী দল জায়গা করে নেবে। এছাড়াও সুপার ১২ তে গ্রুপ ওয়ানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
ভারত ও পাকিস্তান শেষবার মুখোমুখি হয়েছিল ২০১৯ বিশ্বকাপে। ওই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল ভারত। এখনও পর্যন্ত একদিনের বিশ্বকাপ ও টি ২০ বিশ্বকাপে ভারতের কাছে সব ম্যাচেই হেরেছে পাকিস্তান। গত টি-২০ বিশ্বকাপেও ভারত ও পাকিস্তানকে এক গ্রুপেই রাখা হয়েছিল। ওই বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে ছিল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। ভারত ও পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শক মহলে আগ্রহের কথা মাথায় রেখে এবারও দু’টি দলকে একই গ্রুপে রাখা হয়েছে।