T20 WC 2022 First Hat-Trick: শ্রীলঙ্কার বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করলেন কার্তিক, তাও হারল আমিরশাহি
Karthik Meiyappan: ১৫তম ওভারে ভানুকা রাজাপক্ষ, চরিথ আসালঙ্কা ও লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে পরপর বলে ফিরিয়ে এবারের টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিকটি নেন আমিরশাহির লেগ স্পিনার।
জিলঙ: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) প্রথম ম্যাচেই নামিবিয়ার বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। দ্বীপরাষ্ট্রের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির স্পিনার কার্তিক মেইয়াপ্পন (Karthik Meiyappan) শ্রীলঙ্কার বিরুদ্ধে (SL vs UAE) হ্যাটট্রিক করলেন। তবে তা সত্ত্বেও আমিরশাহিকে ৭৯ রানে হারিয়ে জয়ের সরণীতে ফিরল লঙ্কানরা। আমিরশাহিকে ৭৯ রানের বড় ব্যবধানে হারাল শ্রীলঙ্কা।
মোর ঘোরানো হ্যাটট্রিক
লঙ্কানদের হয়ে দুই ওপেনার পাথুম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস শুরুটা দারুণভাবে করেন। তবে ৪২ রানেই থেমে যায় লঙ্কান ওপেনারদের দৌড়। ১৮ রানে মেন্ডিসকে সাজঘরে ফেরান আরিয়ান লাকরা। এরপর ধনঞ্জয় ডি সিলভা ও নিশাঙ্কা ৫০ রান যোগ করেন। অর্ধশতরানের পার্টনারশিপ পূর্ণ হওয়ার পরেই ৩৩ রানে সাজঘরে ফেরেন ধনঞ্জয়। এরপরেই ম্যাচের মোর ঘুরিয়ে দেন লেগ স্পিনার কার্তিক। ১৫তম ওভারে ভানুকা রাজাপক্ষ, চরিথ আসালঙ্কা ও লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে পরপর বলে ফিরিয়ে এবারের টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিকটি নেন আমিরশাহির লেগ স্পিনার।
HAT-TRICK HERO 🎩
— ICC (@ICC) October 18, 2022
Watch Karthik Meiyappan bamboozle Sri Lanka to pick up the first hat-trick of 2022 #T20WorldCup 🎥
পরের ওভারেই ওয়ানিন্দু হাসারাঙ্গাও ফেরেন। ১২০ রানে ছয় উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। তবে নিশাঙ্কা একদিকে লড়াই চালিয়ে যান। তিনি ইনিংসের শেষ ওভারে ৭৪ রানে আউট হন। নির্ধারিত বিশ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৫২ রান তোলে শ্রীলঙ্কা। কার্তিক ১৯ রানের বিনিময়ে তিন উইকেট নেন।জাহুর খান ২৬ রানের বিনিময়ে নেন দুই উইকেট। ১৫৩ রান তাড়া করতে নেমে শুরুতেই পরপর উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে যায় আমিরশাহি। নতুন বলে দুষ্মন্ত চামিরার আগুনে বোলিংয়ে ১৯ রানে তিন উইকেট হারিয়ে ফেলে আমিরশাহি।
শ্রীলঙ্কার জয়
পাওয়ার প্লেতে চার উইকেট হারিয়ে মাত্র ২৩ রানই তুলতে পারে আমিরশাহি। পাওয়ার প্লের পরেও নির্দিষ্ট ব্যবধানে উইকেট হারাতে থাকে আমিরশাহি। চামিরার পরে হাসারাঙ্গা, শানাকা, ও মাহিশ থিকশানা আমিরশাহি ব্যাটারারদের ওপর চাপ বজায় রাখে। শেষমেশ ৭৩ রানেই গুটিয়ে যায় আমিরশাহির ইনিংস। ৭৯ রানের বড় ব্যবধানে জয় পায় শ্রীলঙ্কা। এই জয়ের ফলে প্রথম রাউন্ডে নিজেদের গ্রুপে আপাতত তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। চামিরা ও হাসারাঙ্গা শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট নেন।
আরও পড়ুন: