Rohit Sharma: ১৭ বছরের 'শাপমুক্তিতে' আনন্দের বহিঃপ্রকাশ, হার্দিকের গালে আবেগের চুম্বন রোহিতের
IND vs SA, T20 World Cup 2024 Final: হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসের বাঁধ ভাঙে টিম ইন্ডিয়ার প্রত্যেক সদস্যের
বার্বাডোজ : চাপের মুখে অভাবনীয় প্রত্যাবর্তন। প্রয়োজনের মুহূর্তে নিজেদের সেরাটা বের করে আনল টিম ইন্ডিয়া। দলগত প্রচেষ্টার ফসল তুলল ঘরে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২০২৪ টি২০ বিশ্বকাপে জয়ী রোহিত শর্মা-বাহিনী (India Wins T20 World Cup 2024)। এর সঙ্গে সঙ্গে কাটল আইসিসি ট্রফি-জয়ের ১১ বছরের খরা। শুরুতে কিছুটা চাপ তৈরি হলেও, ২০ ওভারে ১৭৬ রান তুলতে সমর্থ হয় ভারত। যার জবাবে ব্যাট করতে নেমে ১৬৯ রানে শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। কঠিন মুহূর্তে ঘুরে দাঁড়াল ভারত। বল হাতে শেষ ৪ ওভারে ভেল্কি দেখালেন জশপ্রীত বুমরা, অর্শদীপ সিং ও হার্দিক পাণ্ড্যরা।
এরকম একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসের বাঁধ ভাঙে টিম ইন্ডিয়ার প্রত্যেক সদস্যের। আনন্দে কেঁদে ফেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ও সহ-অধিনায়ক হার্দিক পাণ্ড্য। আরও একটা ফ্রেমবন্দি মুহূ্র্ত পড়ল ধরা। ম্যাচ শেষে তখন সাক্ষাৎকার দিচ্ছেন হার্দিক। সেইসময় রোহিত এগিয়ে এসে তাঁর গালে চুমু খেয়ে জয় উদযাপন করেন। যে মুহূর্ত ভারতীয় ক্রিকেট দলের অগুণিত ভক্ত মনে গেঁথে রাখবে সারাজীবন।
গত বছর ডিসেম্বরে মুম্বই ইন্ডিয়ান্সে রোহিতের জায়গা নেন হার্দিক। এই ফ্র্যাঞ্চাইজি অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেন হার্দিকের ঘাড়ে। যা নিয়ে কম সমালোচনার ঝড় ওঠেনি। বিষয়টি মেনে নিতে পারেননি শুধু মুম্বই ইন্ডিয়ান্সের ভক্তরাই নন, আরও অনেকেই। কার্যত সমালোচনার ঝড় ওঠে। যার সামনে পড়ে আইপিএলে বিশেষ কিছু করতেও পারেনি এই দল। পয়েন্ট টেবিলের একেবারে নীচের দিকে থেকে শেষ করে। ড্রেসিংরুমের পরিবেশ খারাপ হয়ে গেছে, এই মর্মে অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যার সত্যতা অবশ্য বিচার করা যায়নি। সামগ্রিক এসব দেখে টি২০ বিশ্বকাপে এই রোহিতের অধিনায়কত্বে হার্দিক কেমন করেন তা নিয়ে কৌতূহলের শেষ ছিল না। অবশ্য টি২০ বিশ্বকাপে নিজের সেরাটা উজার করে দিয়েছেন হার্দিক। একাধিক ম্যাচে নিজেকে মেলে ধরেছেন। ব্যাট ও বল হাতে কার্যত সফল তিনি। এরপর ফাইনালেও নিজের ভেল্কি দেখালেন ।
প্রায় জয়ের দোরগড়ায় পৌঁছে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। শেষ ৪ ওভারে প্রয়োজন ছিল মাত্র ২৬ রান। সেই সময় ভারতকে ম্যাচে ফেরান হার্দিক। দুরন্ত ফর্মে থাকা ব্যক্তিগত ৫২ রানের মাথায় হেনরিক ক্লাসেনকে আউট করেন তিনি। এরপর বুমরা মার্কো জেনসনকে আউট করে দেন। তাতে আরও চাপে পড়েন প্রোটিয়ারা। ১৯ তম ওভারে বল করতে আসেন অর্শদীপ সিং। যাতে মাত্র ৪ রান দেন ভারতীয় এই পেসার। শেষ ওভারে হার্দিকের জন্য মঞ্চটা তৈরি হয়ে যায়। প্রথম বলেই ভয়ানক ডেভিড মিলারের উইকেট তুলে নেন ভারতীয় অলরাউন্ডার। অসাধারণ ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। শেষমেশ ৭ রানে ম্যাচ জিতে নেয় ভারত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।